For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একাধিক মহাদেশে ফের জাঁকিয়ে বসছে মারণ করোনা! বছর শেষের দোরগোড়ায় বিশ্বজুড়ে করোনার হাল-হকিকত

একাধিক মহাদেশে ফের জাঁকিয়ে বসছে মারণ করোনা! বছর শেষের দোরগোড়ায় বিশ্বজুড়ে করোনার হাল-হকিকত

  • |
Google Oneindia Bengali News

এশিয়ার পাশাপাশি আমেরিকা, ইউরোপ, আফ্রিকাতেও ফের জাঁকিয়ে বসছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে গোটা বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা ৬ কোটি ২০ লক্ষের গণ্ডি পার করেছে। এদিকে অন্যান্য মহাদেশের নিরিকে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে ইউরোপ, এশিয়াই।

সংক্রমণ বাড়ছে ইউরোপেও

সংক্রমণ বাড়ছে ইউরোপেও

বর্তমান করোনা মানচিত্র দেখা যাচ্ছে শনিবার পর্যন্ত ইউরোপে ১ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষের মধ্যে করোনা সংক্রমণ দেখা গিয়েছে। তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই নতুন সংক্রামিত হয়েছেন ৫৩ হাজারের কাছাকাছি মানুষ। মারা গিয়েছেন ৩ লক্ষ ৮৩ হাজার ৩৯২ জন। নতুন মৃত্যুর সংখ্যা ৯৬৬। যদিও এখনও পর্যন্ত করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৬৯ লক্ষ ১৯ হাজারে বেশি মানুষ।

 সর্বাধিক করোনা বিধ্বস্ত মহাদেশের তালিকায় দ্বিতীয় স্থানে এশিয়া

সর্বাধিক করোনা বিধ্বস্ত মহাদেশের তালিকায় দ্বিতীয় স্থানে এশিয়া

অন্যদিকে ইউরোপের পরেই সর্বাধিক করোনা বিধ্বস্ত মহাদেশ হিসাবে শীর্ষে রয়েছে এশিয়া। এখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৬৪ লক্ষের কাছাকাছি। মারা গিয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার ৯৯৮ জন। এদিকে এশিয়ার করোনা মানচিত্রে সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে ভারত। শুধুমাত্র ভারতচের করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৯৩ লক্ষের গণ্ডি পার করেছে। বারতের পরেই রয়েছে ইরান, তুর্কি, ইরাকের মতো দেশগুলি।

 ভয় ধরাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

ভয় ধরাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

অন্যদিকে উত্তর আমেরিকার মধ্যে করোনা সংক্রমণের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মার্কিন যুক্ত রাষ্ট্র। পাশাপাশি গোটা বিশ্বেও মোট আক্রান্তের নিরিখে গত কয়েক মাস থেকেই শীর্ষ স্থানে বাইডেনের দেশ। সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ৩৪ লক্ষের গণ্ডি পার করেছে। মারা গিয়েছেন ২ লক্ষ ৭১ হাজারের বেশি মানুষ। অন্যদিকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো। তৃতীয় স্থানে কানাডা।

কেমন আছে দক্ষিণ আমেরিকা ?

কেমন আছে দক্ষিণ আমেরিকা ?

অন্যদিক দক্ষিণ আমেরিকাতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি পার করেছে। সর্বাধিক সংক্রমণ দেখা গিয়েছে ব্রাজিলে। সেখানে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৬২ লক্ষ ৩৮ হাজারের বেশি মানুষ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। সেখানে আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৪ লক্ষের বেশি।

বড়দিন ও নববর্ষের প্রস্তুতিতেই বাড়ছে উদ্বেগ

বড়দিন ও নববর্ষের প্রস্তুতিতেই বাড়ছে উদ্বেগ

এদিকে করোনা আবহেই মাঝেই বড়দিন ও নববর্ষের উদযাপন শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বেই। চূড়ান্ত উন্মাদনা দেখা যাচ্ছে আমেরিকার পাশাপাশি ইউরোপের দেশগুলিতেও। আর তাতেই বাড়ছে উদ্বেগ। তবে আশার কথা এই যে আক্রান্তের সংখ্যা লাগাম ছাড়া বৃদ্ধি দেখা গেলেও গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনার কবল থেকে মুক্ত হয়েছেন প্রায় ৪ কোটি ২৮ লক্ষের মানুষ। এদিকে ইতিমধ্যেই বিশ্বব্যাপী অন্তিম পর্যায়ের ট্রায়ালে পৌঁছে গিয়েছে দশটি করোনা টিকা। আশা করা যায় নতুন বছরের শুরুতেই করোনা ভয় কাটিয়ে ফের নতুব উদ্যোমে ঘুরে দাঁড়াবে গোটা পৃথিবীই।

নিজের রাজ্যে জাইডাসের করোনা ভ্যাকসিনের অগ্রগতি দেখে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?নিজের রাজ্যে জাইডাসের করোনা ভ্যাকসিনের অগ্রগতি দেখে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

English summary
coronavirus is growing again in more than one continent coronas reality around the world at the end of 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X