For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয় ধরাচ্ছে করোনা মানচিত্র! মার্কিন মুলকে আক্রান্তের সংখ্যা ছুঁলো ৯০ লক্ষের গণ্ডি

আমেরিকায় করোনা সংক্রামিতদের সংখ্যা ছুঁলো ৯০ লক্ষের গণ্ডি

  • |
Google Oneindia Bengali News

করোনাকালীন নিউ নর্ম্যাল জীবনে ক্রমেই যেন অভ্যস্ত হয়ে উঠছে বিশ্ববাসী। এদিকে প্রথম সংক্রমণের পর প্রায় ১০ মাস অতিক্রান্ত হতে চললেও আজও দেখা নেই কোনও কার্যকরী করোনা ভ্যাকসিনের। এদিকে বুধবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষের গণ্ডি পার করেছে। এখনও উদ্বেগ কমছে না মার্কিন মুলুকেও।

মোট আক্রান্তের সংখ্যা পার করল ৯০ লক্ষের গণ্ডি

মোট আক্রান্তের সংখ্যা পার করল ৯০ লক্ষের গণ্ডি

বর্তমান করোনা মানচিত্রে দেখা যাচ্ছে আমেরিকাতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষের গণ্ডি পার করল। সেই সঙ্গে মৃতের সংখ্যাও ২ লক্ষ ৩২ হাজারের গণ্ডি ছুঁয়েছে। অন্যদিকে আমেরিকার ঠিক ঘাড়েই নিশ্বাস ফেলছে ভারত। বুধবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যাও ৮০ লক্ষের গণ্ডি পার করেছে।

করোনা মানচিত্রের শীর্ষ তালিকায় কোন কোন দেশ ?

করোনা মানচিত্রের শীর্ষ তালিকায় কোন কোন দেশ ?

তবে যে হারে সংক্রমণ বৃদ্ধি দেখা যাচ্ছে তাতে অচিরেই দুই দেশেই করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটির সীমারেখা পার হয়ে যাবে তা বলাই বাহুল্য। অন্যদিকে করোনা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ লক্ষের গণ্ডি পার করেছে। যদিও চতুর্থ স্থানে থাকা রাশিয়ার করোনা আক্রান্তের সংখ্যা আবার বেশ খানিক কম। সেখানে এখনও পর্যন্ত করোনা কবলে পড়েছেন প্রায় সাড়ে ১৫ লক্ষ মানুষ।

 আমেরিকায় মৃত্যুহার ৪ শতাংশের বেশি

আমেরিকায় মৃত্যুহার ৪ শতাংশের বেশি

এদিকে আমেরিকায় নতুন করে সংক্রমণ বাড়লেও সুস্থাতার হার বিগত কয়েকমাস ধরে উর্ধ্বমুখীই রয়েছে। মার্কিন মুলুকে মোট সুস্থ রোগীর সংখ্যা বর্তমানে প্রায় ৫৯ লক্ষের কাছাকাছি। সংক্রামিত ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ৯৬ শতাংশ মানুষ। মৃত্যুহার ৪ শতাংশের কাছাকাছি। বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৩২ হাজারের কিছু বেশি।

মার্কিন মুলুকে কোন কোন রাজ্য সর্বাধিক করোনার প্রকোপ দেখা যাচ্ছে ?

মার্কিন মুলুকে কোন কোন রাজ্য সর্বাধিক করোনার প্রকোপ দেখা যাচ্ছে ?

অন্যদিকে ট্রাম্পের দেশে করোনা কবলিত অন্যান্য প্রদেশগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থা টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্কের। এই চার রাজ্যেই ৬ লক্ষের অধিক করোনা সংক্রমণ দেখা গেছে। যার মধ্যে মারণ ভাইরাসের কবলে পড়ে সবচেয়ে খারাপ অবস্থা টেক্সাসের। সেখানে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ২৭ হাজারেরও বেশি মানুষ। ক্যালিফোর্নিয়ায় ৯ লক্ষ ১৬ হাজার।

 করোনা আক্রান্ত টালিগঞ্জের আরেক অভিনেত্রী, রয়েছেন হোম আইসোলেশনে করোনা আক্রান্ত টালিগঞ্জের আরেক অভিনেত্রী, রয়েছেন হোম আইসোলেশনে

English summary
coronavirus infections in the united states crossed the 9 million mark india in second place
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X