For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বয়ং ট্রাম্প হয়ে গেলেন 'সুপার স্প্রেডার'! মার্কিন প্রেসিডেন্টের কাণ্ডজ্ঞানহীনতায় অবাক সবাই

Google Oneindia Bengali News

আগের থেকে সুস্থ রয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ তবে, পুরোপুরি বিপদ কাটেনি৷ জানালেন হোয়াইট হাউজের চিকিৎসক৷ সম্প্রতি, করোনায় আক্রান্ত হন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প৷ তবে শরীর ভালো হতেই কাণ্ডজ্ঞানহীন আচরণ ট্রাম্পের। মোটরকেডে করে হাসপাতালের বাইরে জড়ো হওয়া সমর্থকদের মাঝে গিয়ে তাদের উদ্দেশে হাত নাড়ান তিনি। যা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

ট্রাম্পের শারীরিক অবস্থার অবনতি হয়

ট্রাম্পের শারীরিক অবস্থার অবনতি হয়

শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার অবনতি হয়৷ এরপর তাঁকে ভরতি করা হয় আমেরিকার সেনা হাসপাতালে৷ পরবর্তী দু'দিন তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল৷ ট্রাম্পের ডাক্তার সূত্রে খবর, হাসপাতালে ভরতি করার আগে হোয়াইট হাউজে তাঁকে কিছুক্ষণের জন্য অক্সিজেন দেওয়া হয়৷

বর্তমানে অনেকটা সুস্থ ট্রাম্প

বর্তমানে অনেকটা সুস্থ ট্রাম্প

তবে, বর্তমানে অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই৷ তিনি বলেন, 'আগে সুস্থ বোধ করছিলাম না৷ এখন অনেকটা সুস্থ রয়েছি৷ আমাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন সবাই৷ আমায় ফিরতেই হবে, আমেরিকাকে আবার অসামান্য একটি দেশ হিসাবে তৈরি করতেই হবে৷ আমি অতি শীঘ্রই ফিরে আসব৷ নির্বাচনী প্রচার শেষ করতে হবে৷

গোটা বিশ্বের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব

গোটা বিশ্বের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব

ট্রাম্প আরও বলেন, 'আমি বিশ্বের অন্যান্য করোনা আক্রান্ত মানুষের মতোই লড়াই করছি৷ শুধুমাত্র আমেরিকাতেই নয়, আমরা গোটা বিশ্বের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব৷ করোনাকে হারাব৷' সেনা হাসপাতাল থেকে চার মিনিটের একটি ভিডিও করে এমনই বার্তা দিলেন ট্রাম্প নিজে৷ ট্রাম্প আজ ভিডিও বার্তায় বলেন, 'আগামী কয়েকটি দিন আরও গুরুতর যাবে৷ আমি সকলের সাহায্যের জন্য ধন্যবাদ জানাই৷'

মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউজেই রয়েছেন

মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউজেই রয়েছেন

এছাড়াও তাঁর সুস্থতা কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প৷ ট্রাম্প বলেন, তাঁকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল৷ তাঁকে বলা হয়েছিল তিনি হোয়াইট হাউজ়ের ভিতরেই নিজের অন্দরমহলে থাকতে পারবেন৷ কিন্তু, অফিসে যেতে পারবেন না৷ কোথাও যেতে পারবেন না৷ কারও সঙ্গে দেখা করতে পারবেন না৷ কিন্তু, তিনি তা করেননি৷ তবে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউজেই রয়েছেন৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

কী বলছেন চিকিৎসক?

কী বলছেন চিকিৎসক?

এদিকে হোয়াইট হাউজের চিকিৎসক সন কনলে জানান, ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও আশঙ্কা কাটেনি৷ কনলে আরও বলেন, প্রেসিডেন্ট বর্তমানে সুস্থ হয়ে উঠছেন৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি৷ তাঁকে রেমডিসিভিরের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে৷ তাঁর শরীরে জ্বর নেই৷ অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছে না৷ তাঁর স্যাচুরেশন লেভেল রয়েছে ৯৬ থেকে ৯৮-এর মধ্যে৷

English summary
Coronavirus infected Donald Trump drives past supporters gathered outside hospital, raises concerns
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X