For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাকে হেলায় হারিয়ে ফিরলেন ১০৩ বছরের বৃদ্ধা, পেলেন দ্বিতীয় জন্ম

করোনাকে হেলায় হারিয়ে ফিরলেন ১০৩ বছরের বৃদ্ধা, পেলেন দ্বিতীয় জন্ম

Google Oneindia Bengali News

করোনায় বিদ্ধ ইতালিতে নতুন আশা দেখােলন ১০৩ বছরের বৃদ্ধা। করোনাভাইরাস কাবু করতে পারেনি তাঁকে। যুদ্ধে জয়ী হয়ে ফিরলেন তিনি। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ইতালির এই ১০৩ বছরের বৃদ্ধা আদা জানুসো। মনের জোর আর সহসই ছিল করোনার সঙ্গে লড়াইয়ে তাঁর মূল অস্ত্র। মৃত প্রায় ইতালিতে যে নতুন প্রাণের দিশা দেখালে জানুসো।

করোনা হেলায় হারিয়ে ফিরলেন ১০৩ বছরের বৃদ্ধা, পেলেন দ্বিতীয় জন্ম

চিকিৎসা করেছিলেন তাঁর পরিবারের ৩৫ বছরের পরনো ডাক্তার। কোয়ারেন্টাইনে থাকার সময় টিভি আর খবরের কাগজই ছিল একমাত্র সঙ্গী তাঁর। জ্বর নিয়ে বিছানায় শুয়ে ছিলেন এক সপ্তাহ মত। চিকিৎসকের পরামর্শ মেনেই চলেছেন তিিন। কঠোর নিয়ম আর মনের জোরের কাছে হার মেনেছে করোনা ভাইরাসও। একদিকে যে দেশে শয়ে শয়ে মৃত্যু হচ্ছে প্রতিদিন। সেখানে জানুসো যে ব্যাতিক্রমী তাতে কোনও সন্দেহ নেই।

জানুসোর চিকিৎসক জানিয়েছেন, ১০৩ বছর হয়ে যাওয়ায় সকলেই উদ্বেগে ছিলেন। যেকোনও মুহূর্তে বড় কিছু ঘটতে পারত। কোনও খাবার খাচ্ছিলেন না তিনি। কেবল মাত্র তরল পানীয় এবং গ্লুকোজ দিয়ে তাঁর শরীরের আর্দ্রতা বজায় রাখা হয়েছিল। তাতেই সুফল মেলে। ধীরে ধীরে চোখ মেলে তাকাতে শুরু করেন িতনি। এখন তো চেয়ারে উঠেও বসছেন। সুস্থ হয়ে জানুসো বলেছেন, অসুস্থতায় মনের জোর অনেকটা বেড়ে যায়। যাঁরা ভয়ে রয়েছেন তাঁরা যেন মনের জোর না হারান এমনই অনুরোধ জানিয়েছেন জানুসো।

ইতালিতে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত ১৮,০০০ মৃত্যু হয়েছে। সেই সংখ্যা প্রতিদিন বাড়ছে। হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। একাধিক জায়গা রোগীদের ফুটপাথে শুয়ে থাকতে দেখা দিয়েছে। এমনই ভয়ঙ্কর পরিস্থিতিত তৈরি হয়েছে ইতালিতে।

English summary
Coronavirus infected 103 year old cured and returned home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X