For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চীনে করোনাভাইরাস: বিয়ে বাতিল, শ্রেণীকক্ষ খালি, পাল্টে গেছে জীবন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব পাল্টে দিয়েছে চীনের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তবে এর মধ্যেই বিকল্প সব আইডিয়া নিয়ে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছে দেশটির মানুষ।

  • By Bbc Bengali

বিকল্প সব কিছু জীবাণুমুক্ত থাকার নিশ্চয়তা দেয়না
Getty Images
বিকল্প সব কিছু জীবাণুমুক্ত থাকার নিশ্চয়তা দেয়না

২০০৩ সালে যখন সার্স ভাইরাস ছড়িয়ে পড়লো তখন চীনের গণপরিবহন জীবাণুমুক্ত করতে প্রচুর স্প্রে করা হতো।

এর উদ্দেশ্য ছিলো দুটি—প্রথম ভাইরাসের সাথে লড়াই আর দ্বিতীয়ত মানুষকে দেখানো রহস্যময় নতুন ভাইরাসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে।

গণপরিবহনে অনেক সময় যাত্রীরা না বুঝেই পরিচ্ছন্ন আসনে বসে পড়তো এবং পরে দেখা যেতো তার ট্রাউজার ধবধবে সাদা।

বিকল্প এমন অনেক আইডিয়া দেখা যাচ্ছে
Getty Images
বিকল্প এমন অনেক আইডিয়া দেখা যাচ্ছে

এবার পরিস্থিতি ভিন্ন কারণ কর্তৃপক্ষ এক কোটিরও বেশি মানুষের শহরে গণপরিবহন বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে।

শহরের আটকেপড়া অধিবাসীরা এখন মহামারীর সাথে খাপ খাওয়াতে সৃষ্টিশীল চিন্তাভাবনা শুরু করেছ।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

করোনাভাইরাস: লক্ষণ, প্রতিরোধ ও আরো দশটি তথ্য

করোনাভাইরাস: 'ত্রুটি ও ঘাটতি' স্বীকার করলো চীন

সদা পরিবর্তনশীল করোনাভাইরাস কতটা বিপজ্জনক?

অন্য প্রাণী থেকে মানুষের দেহে রোগ ছড়াচ্ছে কেন?

করোনাভাইরাস: বিভ্রান্তিও ছড়াচ্ছে ভাইরাসের মতোই

নিজের সুরক্ষা

মুখের মাস্ক চীনে সবসময়ই গুরুত্বপূর্ণ পণ্য।

জনসমাগম বেশি এমন জায়গায় জীবাণু সংক্রমণ থেকে মুক্ত থাকতে, মেকআপ টিক রাখতে কিংবা দূষন থেকে মুক্ত থাকতে এটি বহুল ব্যবহৃত।

অনলাইনে লটারি করে নিতে হচ্ছে মুখের মাস্ক
Weibo
অনলাইনে লটারি করে নিতে হচ্ছে মুখের মাস্ক

তাই এবারের মহামারীর চীন ও পার্শ্ববর্তী দেশগুলোতে এটি বাজারে পাওয়া যাবেনা সেটি অবাক করার মতো কোনো বিষয় নয়।

এগুলো এখন বিক্রি হতে পারে হট কেকের মতো যদিও ভাইরাস প্রতিরোধে এগুলো কতটা কার্যকর সে সম্পর্কে প্রশ্ন থেকেই যায়।

https://twitter.com/manyapan/status/1221800441249521665?s=20

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধু মাস্ক যথেষ্ট নয়- উদাহরণস্বরূপ হাত ধোয়াটাও অনেক গুরুত্বপূর্ণ।

প্রতিবেশীদেরও ওপর দেয়া হচ্ছে নানা বিধি নিষেধ।

একটি পরিবার থেকে একজন পাঠানোর অনুমতি আছে বিশেষ প্রয়োজনে।

যারা যাচ্ছে তাদের তথ্যও সংরক্ষণ করা হচ্ছে।

কিছু ভবনে টুথপিক দেয়া হচ্ছে বাটন চাপার জন্য
TikTok
কিছু ভবনে টুথপিক দেয়া হচ্ছে বাটন চাপার জন্য

ডেলিভারি সার্ভিস গুলোও নতুন পন্থা বের করেছে।

তারা লকার ব্যবহারে উৎসাহিত করতে সরাসরি সাক্ষাত এড়ানোর জন্য।

মুখে মাষ্ক সর্বত্র
Getty Images
মুখে মাষ্ক সর্বত্র

ভবনের ভেতরে লিফটগুলো টিসু বা টুথপিক রাখা হচ্ছে এবং এগুলোর জন্য অন্যদের সাথে যোগাযোগ কম করার অনুরোধ করা হচ্ছে।

প্রভাব পড়ছে বিয়ে শাদীতেও

চীনা জুটিগুলোর বিয়ের জন্য ০২-০২-২০২০ ছিলে বিশেষ দিন।

তবে বেইজিং ছাড়া অন্যত্র কর্তৃপক্ষ বড় জমায়েত এড়াতে বিয়ে রেজিস্ট্রি বন্ধ ঘোষণা করেছে।

তবে সেদিন সিচুয়ান প্রদেশে ৫দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে যেটি উহানের এক হাজার কিলোমিটার পশ্চিমে।

মানুষজন তখন দ্বিধান্বিত ছিলো যে ঘরেই থাকবো ও ভবন ধ্বসে মরবে কিনা নাকি বাইরে গিয়ে করোনাভাইরাসের মুখে পড়বে।

https://twitter.com/globaltimesnews/status/1224289953053433856?s=20

তবে শো মাস্ট গো অন- এই চেতনায় আটকে পড়া শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের সম্পর্ককে নিয়ে গেছে অনলাইনে।

চীনের রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল টাইমস বলছে পহেলা ফেব্রুয়ারির পর এক কোটি বিশ লাখ শিক্ষার্থী অনলাইনে শিক্ষাগ্রহণ করেছে।

তবে বিজ্ঞানীরা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বলছে সার্সের চেয়ে করোনাভাইরাসে মৃত্যু আশংকা কম।

কিন্তু যখন গবেষকরা চেষ্টা করছেন নতুন ভ্যাকসিনের জন্য তখন আটকে পড়া মানুষ নিজের মতো করেই সংকট মোকাবেলায় বের করছে সমাধান।

English summary
Coronavirus in China: Marriage canceled, classroom vacancy, life changed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X