For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন থেকে কেন সহজেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ পেল! সংবাদ সংস্থার চাঞ্চল্যকর তথ্য

চিন থেকে কেন সহজেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ পেল! সংবাদ সংস্থার চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

চিনের উহান ছিল করোনার আঁতুরঘর। সেখান থেকে আজ বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকায় প্রবলভাবে দংশন বসিয়েছে করোনা ভাইরাস। তবে কীভাবে এই মারণ দংশন গ্রাস করেছে বিশ্বকে তার খানিকটা রূপরেখা উঠে এলো সংবাদসংস্থা এপি-র সাম্প্রতিক তথ্যে।

চিনের দিকে আঙুল

চিনের দিকে আঙুল

করোনা ভাইরাসের উৎসপত্তি সংক্রান্ত গবেষণার প্রকাশে চিন সরকার বিধি নিষেধ লাগু করার পর থেকেই এই মহামারী নিয়ে গোটা বিশ্বের নজর চিনের দিকে। আমেরিকা আকারে ইঙ্গিতে বহুবার চিনের দিকে এই ঘটনা নিয়ে আঙুল তুলেছে।

কেন চিন থেকে মহামারীর আকার নিল করোনা?

কেন চিন থেকে মহামারীর আকার নিল করোনা?

করোনা ভাইরাস চিন থেকে গোটা বিশ্বে যে ছড়িয়েছে তা নিয়ে বিতর্ক বহুস্তরেই রয়েছে। তবে, সংবাদসংস্থা এপি-র দাবি, চিনের সরকারের প্রবল উদাসীনতাই এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী। চিন বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্কতা নেয়নি বলেই দাবি করেছে এপি।

 কোথায় গলদ ছিল চিনের?

কোথায় গলদ ছিল চিনের?

সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, চিনে যখন ৩ হাজার জন এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন, তখন জানুয়ারি মাসের ২০ তারিখ। এই ৭ দিন সময় চিনের প্রেসিডেন্ট জিনপিং এর হাতে থাকলেও, চতিনি করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করেননি। জানিয়েছে ওই সংবাদ সংস্থা।

 চিনের দোষ কোথায়?

চিনের দোষ কোথায়?

সংবাদসংস্থা বলছে, চিন ৭ দিন সময় পেয়েও যেমন দেশবাসীকে সতর্ক করতে পারেনি, তেমনই সেদেশের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এই সময়ে কোনও নতুন কেস রেজিস্টার করেনি। যার ফলে রোগের শণাক্তকরণে সমস্যা হয়েছে।

 তথ্য চেপে রাখা

তথ্য চেপে রাখা

চিনিরে সরকার তথ্য চেপে রাখার ক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করেছে। কারণ সেদেশের মিডিয়ায় এই খবর সহজে আসতে না দিয়ে , চিন বড়সড় ক্ষতি করেছে গোটা বিশ্বের। এমনই ইঙ্গিত সংবাদসংস্থার রিপোর্টে। যদিও চিন জানিয়েছিল যে , তারা বিশ্বস্বাস্থ্য সংস্থাকে এবিষয়ে অবহিত করে রেখেছিল।

 টেস্টিং -এ ব্যাঘাত!

টেস্টিং -এ ব্যাঘাত!

রিপোর্ট বলছে , বহু ক্ষেত্রে চিন তথ্য চেপে রাখার দিগে এগিয়ে যেতে গিয়ে টেস্টিং এ গাফলতি করেছে। যার জেরে অনেকেই কোভিড পিটিজিভ হলেও ,তাঁকে প্রশাসন শণাক্ত করেনি। অবেকেই মনে করছেন, এই বিষয়গুলি আগে হলে, চিন অনেকটাই আটকে ফেলতে পারত করোনার থাবাকে।

৩৯ লক্ষের বেশি অগ্রিম টিকিটের ৬৬০ কোটি টাকা ফেরত ভারতীয় রেলের ৩৯ লক্ষের বেশি অগ্রিম টিকিটের ৬৬০ কোটি টাকা ফেরত ভারতীয় রেলের

English summary
Coronavirus in China, Beijing failed to warn public of threat for days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X