For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস: এক বাসায় ৫ জনের বেশি জমায়েত নয়, ক্রিসমাসের আগে জার্মানিতে কঠোর লকডাউন

করোনা ভাইরাস: এক বাসায় ৫ জনের বেশি জমায়েত নয়, ক্রিসমাসের আগে জার্মানিতে কঠোর লকডাউন

  • By Bbc Bengali

বড়দিনকে সামনে রেখে জার্মানিতে কঠোর লকডাউন
Getty Images
বড়দিনকে সামনে রেখে জার্মানিতে কঠোর লকডাউন

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ানোর পর কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার।

দেশটিতে স্কুল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকবে বুধবার থেকে।

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মনে করছেন, ক্রিসমাসের কেনাকাটার সময় একে অপরের সংস্পর্শে আসায় ভাইরাসে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে।

সবশেষ তথ্যে দেখা যাচ্ছে জার্মানিতে আরো ২০,২০০ জন সংক্রমিত হয়েছেন এবং ৩২১জন মারা গেছে।

নতুন এই লকডাউন ১৬ই ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ই জানুয়ারি পর্যন্ত।

চ্যান্সেলর অ্যাঙ্গোলা মের্কেল
Getty Images
চ্যান্সেলর অ্যাঙ্গোলা মের্কেল

দেশটির ১৬ টি স্টেটের নেতাদের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। মিসেস মের্কেল বলেছেন "একটা পদক্ষেপ নেয়ে জরুরি ছিল"।

রেস্টুরেন্ট,বার এবং অবকাশ কেন্দ্রগুলো নভেম্বর থেকে বন্ধ আছে এবং কিছু এলাকাও আগে থেকেই লকডাউন অবস্থায় রয়েছে।

নতুন করে দেশব্যাপী যে লকডাউন ঘোষণা করা হলেও খাবারের দোকান, ব্যাংক, এবং ক্রিস্টমাস ট্রি-র দোকান খোলা থাকবে।

চুল কাটার সেলুন অবশ্যই বন্ধ রাখার কথা বলা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে, তারা যাতে করে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ করে দেয়।

কেয়ার হোমগুলোতে করোনাভাইরাস টেস্ট করতে দেয়া হবে।

নববর্ষ পালনে বিধিনিষেধ

শুধু বড়দিন নয়, নতুন বছর ২০২১ কে বরণ করে নেয়ার জন্য যে বিশাল আয়োজন করা হয়, সেখানে থাকছে নানা বিধি নিষেধ।

আতশবাজি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

জনসমাগম স্থলে মদ্যপান করা নিষেধ করা হয়েছে।

দেশটির অর্থমন্ত্রী বলেছেন যেসব ব্যবসা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে প্রতিমাসে সরকার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ ইউরো সাহায্য করা হবে।

এক বাসায় দুই পরিবার থেকে ৫ জনের বেশি জমায়েত হতে পারবে না।

তবে ২৪ থেকে ২৬শে ডিসেম্বর এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। তখন একটি বাসায় অন্য একটি বাসা থেকে সর্বোচ্চ ৪ জন ঘনিষ্ঠ আত্মীয়কে আমন্ত্রণ জানানো যাবে।

জার্মানির দ্বিতীয় জনবহুল এলাকা বাভারিয়াতে রাতের বেলা কারফিউ চলবে, কারণ এখানে সংক্রমিত হওয়ার হার অনেক বেশি।

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন "আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় উপর চাপ কমানোর জন্য একটি পদক্ষেপ নেয়া জরুরি ছিল"।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

'রাজাকার' এর সাথে তুলনা করায় প্রতিবাদ হেফাজতের

গোপন বৈঠকে মেজর সিনহাকে হত্যার পরিকল্পনা করা হয়: র‌্যাব

যে কৃষ্ণাঙ্গ নারী প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন

যুক্তরাষ্ট্রে ফেসবুকের বিরুদ্ধে মামলা, এই সামাজিক মাধ্যমটি কি ভেঙ্গে যাবে?

English summary
Coronavirus : Germany is pushing strict rules for its people in Christmas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X