For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস বিশ্বে বহু বছর ধরে সুপ্ত অবস্থায় ছিল! এরপর কী ঘটেছে, জানাল নতুন গবেষণা

করোনা ভাইরাস বিশ্বে বহু বছর ধরে সুপ্ত অবস্থায় ছিল! এরপর কী ঘটেছে, জানাল গবেষণা

Google Oneindia Bengali News

হঠাৎ করে করোনা ভাইরাস বিশ্ব জুড়ে সঙ্কট তৈরি করেনি! বহু বছর ধরে সুপ্ত অবস্থায় করোনা ভাইরাস সুপ্ত অবস্থায় ছিল বলে দাবি করা হচ্ছে। এমনই এক তথ্য নয়া গবেষণায় উঠে এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এই বিষয়ে একাধিক তথ্য জানিয়েছেন।

 চিন আঁতুর ঘর নয়!

চিন আঁতুর ঘর নয়!

এর আগেও মার্কিন একটি গবেষণা জানিয়েছে যে হঠাৎ করে ল্যাবোরেটারিতে করোনা ভাইরাস তৈরি হয়নি। প্রাকৃতিক নিয়মেই এই ভাইরাস এসেছে। এদিকে, অক্সফোর্ডের এভিডেন্স বেসড মেডিসিন বলছে, করোনা ভাইরাস এতদিন বিশ্বে সুপ্ত অবস্থায় ছিল। আর তা চাগিয়ে ওঠার উপযুক্ত আবহাওয়া পেতেই নিজেকে তুলে ধরেছে।

 কীভাবে ধরা পড়ল এই তথ্য?

কীভাবে ধরা পড়ল এই তথ্য?

চিনে করোনা ভাইরাস পাওয়ার আগে, ইতালি, স্পেন ও ব্রাজিলের মতো দেশে করোনা ছিল বলে গবেষণার অনুমান। ইতালি, স্পেন ও ব্রাজিলের মতো দেশে করোনার আগের সময়ের বেশ কিছু আবর্জনা নিয়ে গবেষণা চলেছে। সেখানে করোনার নমুনা পাওয়া গিয়েছে।

 কোন তথ্য আলোচনায়?

কোন তথ্য আলোচনায়?

গবেষণায় পাওয়া তথ্যই বলে দিচ্ছে যে, চিনে করোনার হানার আগে থেকেই বিশ্ব করোনা হানা দিয়েছে শুধু তারা সুপ্ত অবস্থায় ছিল। আর উপযুক্ত বায়বীয় পরিবেশ পাওয়ায় করোনা আরও বেশি চাগার দিয়ে উঠেছে।

স্প্যানিশ ফ্লু ও করোনার ঘিরে সন্দেহ

স্প্যানিশ ফ্লু ও করোনার ঘিরে সন্দেহ

বিশেষজ্ঞরা বলছেন, ১৯৩০ এর আশপাশে স্প্যানিশ ফ্লু হয়েছিল স্পেনে। সেই সময় ফ্লু নিয়ে বর্হিবিশ্ব সেভাবে জানতে পারেনি। এই রোগ গোটা পশ্চিমী দুনিয়াকে শেষ করে দেয়। সেই সময়ও করোনার মতো ভাইরাস ছিল কী না, কোনও সুপ্ত অবস্থায়, তা নিয়েও দ্বন্দ্ব রয়ে যাচ্ছে। এমনকি ২০১৯ সালের মার্চেও স্পেনে এমন বিরল জ্বলের উপসর্গ নিয়ে বহু মানুষ সরব হন। তাঁরাও সেই সময় করোনার শিকার ছিলেন কী না , তা নিয়েও সন্দেহের জট কাটছে না।

বিজেপিতে মোহভঙ্গ! ২০২১ নির্বাচনের আগে দলে দলে তৃণমূলে যোগ ১২০০ পরিবারেরবিজেপিতে মোহভঙ্গ! ২০২১ নির্বাচনের আগে দলে দলে তৃণমূলে যোগ ১২০০ পরিবারের

English summary
Coronavirus for years may have been dormant and ignited by favourable conditions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X