For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আসলে ২৪ হাজারেরও বেশি! দাবি চিনের অনলাইন খবরের সাইটের

করোনাভাইরাসে মৃত্যু ২৪ হাজারেরও বেশি, দাবি চিনের অনলাইন খবরের সাইটের

Google Oneindia Bengali News

চিনে ঠিক কতজনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে? এই নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্নের মাঝেই চিনের অনলাইন খবরের সাইট টেনসেন্ট দাবি করল যে এই দেশে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৪,৫৮৯ জনের। যা চিন সরকারের ঘোষণা করা ৫০০ জনের চেয়েও অনেকটাই বেশি।

টেনসেন্ট অনুযায়ী

টেনসেন্ট অনুযায়ী

১ ফেব্রুয়ারি চিনের সবচেয়ে বড় অনলাইন খবরের সাইট টেনসেন্ট নিশ্চিত করে জানিয়েছিল যে এই দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫৪,০২৩ জন, যা সরকারি হিসাবের ১০ গুণ বেশি। অন্যদিকে এই নিউজ সাইটের মতে সন্দেহ রয়েছে এমন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা৭৯,৮০৮ জন, যা সরকারি মতে চারগুণ বেশি।

আক্রান্ত রোগী চিকিৎসা পাচ্ছে না

আক্রান্ত রোগী চিকিৎসা পাচ্ছে না

বেশ কিছু সূত্র থেকে জানা গিয়েছে, উহান প্রদেশের কর্তৃপক্ষের দাবি করোনাভাইরাসে আক্রান্ত অনেক রোগীই চিকিৎসা পাচ্ছে না এবং হাসপাতালের বাইরেই মারা যাচ্ছে। ডেইলি মেইলের রিপোর্টে জানা গিয়েছে যে কিছুজন মানুষ বলছেন যে চিন সরকারের অনুমতি ছাড়াই কেউ এই মৃত্যুর সংখ্যাটা টেনসেন্টকে দিয়েছে। আবার কারোর কারোর দাবি, এই খবরের সাইটটি চিনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এ ধরনের ভুয়ো খবর প্রকাশ করেছে।

উল্লেখযোগ্যভাবে, টেনসেন্ট অস্বীকার করেছে যে স্ক্রিনগ্র্যাবগুলি প্রকাশ হয়েছে তা সত্য এবং এটি ‘‌মহামারী পরিস্থিতি ট্র্যাকার'‌-এর মাধ্যমে আপডেট করা হয়েছে, যাতে আক্রান্তের সংখ্যা ১৪,৪৪৬ এবং প্রায় ৫০০ জন মারা গিয়েছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের থাবা

বিশ্বজুড়ে করোনাভাইরাসের থাবা

প্রসঙ্গত, মারণ রোগ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৮,৩০০ জনের বেশি এবং মারা গিয়েছে কমপক্ষে ৫৬৫ জন। শুধুমাত্র চিনেই ২৮,০০০ জন এই রোগে আক্রান্ত হওয়ার নিশ্চিত খবর রয়েছে এবং বিশ্বজুড়ে ২৫৮ জনের শরীরে এই রোগ পাওয়া গিয়েছে।

English summary
On February 1, Tencent, which is China's largest online news site, showed confirmed cases of the coronavirus infected in China at 154,023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X