For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস সংক্রমণে চিনে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২ হাজার!

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণে চিনে মৃতের সংখ্যা বেড়ে হল দু'হাজার চার৷ এদিকে এই অবস্থাতেও পরিস্থিতি নিয়ে এখনই আশার কথা শোনাতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ আতঙ্ক কমেছে কি না, তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি৷

চিনে একদিনে মৃত্যু ১৩২ জন

চিনে একদিনে মৃত্যু ১৩২ জন

করোনা ভাইরাসের জেরে চিনে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে ৷ গতকাল পর্যন্ত হুবেই প্রদেশে ১ হাজার ৮৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল৷ নতুন করে ১৩২ জনের মৃত্যু হওয়ায় দু'হাজার ছাড়িয়ে যায় মৃতের সংখ্যা৷ সমগ্র চিনে ৭৪ হাজারের উপর কোরোনা আক্রান্ত বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর৷

হংকংয়ে ৬২ জনের শরীরে সন্ধান মিলেছে করোনা ভাইরাস

হংকংয়ে ৬২ জনের শরীরে সন্ধান মিলেছে করোনা ভাইরাস

জানা গিয়েছে হুবেইয়ের উহান ইউচ্যাং হাসপাতালের প্রেসিডেন্ট লিউ ঝিমিং মারা গিয়েছেন৷ ইউহানের নামকরা স্নায়ুরোগ বিশেষজ্ঞ ছিলেন ডঃ লিউ ৷ নভোল করোনার সংক্রমণে এই প্রথম চিনের কোনও গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির মৃত্যু হল৷ হংকংয়ে ৬২ জনের শরীরে এই ভারাসের সন্ধান পাওয়া গিয়েছে৷ সেখানে দু'জনের মৃত্যু হয়েছে৷ ২০০৩ সালে হংকংয়েই SARS-এর আক্রমণে ২৯৯ জন মারা গিয়েছিলেন৷

আফ্রিকার ৪০টি দেশে ও আমেরিকার ২৯টি দেশে করোনা ভাইরাস

আফ্রিকার ৪০টি দেশে ও আমেরিকার ২৯টি দেশে করোনা ভাইরাস

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র ডিরেক্টর জেনেরাল টেডরস জানিয়েছেন, নতুন করে যারা করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছে, তাদের সংখ্যা কিছুটা কমেছে৷ চিনের বাইরে ৮২৭ জনের দেহে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে, পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ তিনি আরও জানান, চিনের বাইরে ১২টি দেশে মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণের ক্ষেত্রে ৯২ জনের সন্ধান পাওয়া গিয়েছে৷ এর মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত জাপানের জাহাজের৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আফ্রিকার ৪০টি দেশে এবং আমেরিকার ২৯টি দেশে এর সংক্রমণের সম্ভাবনা রয়েছে৷

চিনা পণ্যের আমদানি-রপ্তানিতে বিধিনিষেধ

চিনা পণ্যের আমদানি-রপ্তানিতে বিধিনিষেধ

চিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে তারা কঠোর পদক্ষেপ নেওয়ায় কোরোনার সংক্রমণ কমানো সম্ভব হচ্ছে৷ এদিকে এদিকে শুধু ভারত নয়, নিজেদের নাগরিকদের চিন থেকে ফিরিয়ে এনেছে অনেক দেশই। একইসঙ্গে চিনে নাগরিকদের যাতায়াত এবং পণ্যের আমদানি-রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছে কয়েকটি দেশ।

English summary
coronavirus death toll in china increases to 2004
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X