করোনায় কাবু গোটা বিশ্ব, প্রকোপ বাড়ছে এশিয়া-ইউরোপ-আমেরিকায়! মৃত্যুহারেও বাড়ছে উদ্বেগ
গোটা বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে মারণ করোনার থাবা। মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৩ কোটি ৩৫ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি মারণ করোনার কবলে পরে প্রাণ হারিয়েছেন ১০ লক্ষের বেশি মানুষ। এদিকে প্রথম করোনা সংক্রমণের পর ৯ মাস অতিক্রান্ত হলেও এখনও কোনও কার্যকরী করোনা ভ্যাকসিনের খোঁজ দিতে পারেনি বিজ্ঞানীরা। আর সেই সুযোগে দেশে দেশেই ক্রমেই প্রকট হচ্ছে করোনা বিধ্বংসী চেহারা।

সুস্থ হয়েছেন প্রায় ২ কোটি ৪৯ লক্ষের বেশি মানুষ
তবে আশার কথা হিসাবে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ২ কোটি ৪৯ লক্ষের বেশি মানুষ। এদিকে সুস্থতার হারের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে ভারত। রেকর্ড পরিমাণে দৈনিক সংক্রমণের মাঝেই গোটা দেশে সুস্থার হার দাঁড়িয়েছে প্রায় ৮২ শতাংশের কাছাকাছি। এদিকে নতুন করে করোনা বিধ্বংসী চেহারা বিপাকে ফেলেছে মার্কিন প্রশাসনকেও।

সংক্রমণের হার ক্রমেই উর্ধ্বমুখী গোটা মার্কিন মুলুকেই
করোনা মানচিত্রে দেখা যাচ্ছে গত কয়েকদিনে গোটা মার্কিন মুলুকেই ফের উর্ধ্বমুখী হয়েছে করোনা সংক্রমণের হার। এখনও পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তে হয়েছেন প্রায় ৭৪ লক্ষ মানুষ। সামগ্রিক করোনা সংক্রমণের নিরিখে গোটা বিশ্বের মধ্যে শীর্ষস্থানেও আছে ট্রাম্পের দেশ। পাশাপাশি মারা গেছেন ২ লক্ষেরও বেশি মানুষ।

দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের মুখে ইউরোপ
এদিকে অন্যান্য মহাদেশ গুলির মধ্যে ইউরোপেও ফের দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ শুরু হয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গোটা ইউরোপে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ লক্ষ পার করতে চলেছে। মারা গেছেন ২ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ। গত কয়েদিনে অনেকটাই সংক্রমণ বেড়েছে রাশিয়া, স্পেন, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ডের মতো দেশ গুলিতে।

ভালো নেই উত্তর আমেরিকাও
এদিকে করোন সঙ্কটে ভালো নেই উত্তর আমেরিকাও। আমেরিকার পাশাপাশি করোনা সংক্রমণের জেরে সেখানে সর্বাধিক উদ্বেগ বাড়াচ্ছে মেক্সিকো। ইতিমধ্যেই সেখানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ লক্ষ ছুঁইছুঁই। পাশাপাশি এখনো অবধি মারা গেছেন প্রায় ৭৬ হাজারের বেশি মানুষ। একইসাথে করোনা সংক্রমণের জেরে অবস্থা সঙ্গীন হচ্ছে কানাডা, ডমিনিক্যান রিপাবলিকেরও।

উদ্বেগ বাড়ছে গোটা এশিয়াতেই
অন্যান্যা মহাদেশ গুলি মতো করোনা গেরোয়া ক্রমেই উদ্বেগ বাড়ছেস গোটা এশিয়া জুড়েই। এশিয়ার মধ্যে প্রায় ৬১ লক্ষের বেশি সংক্রমণ নিয়ে শীর্ষ স্থানে রয়েছে ভারত। তারপরেই ৪ লক্ষ ৫০ হাজার সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। ক্রমেই অবস্থা খারাপ হচ্ছে বাংলাদেশ, ইরাক, সৌদি আরব, তুর্কির মতো দেশগুলির।

কেমন আছে লাতিন আমেরিকা-আফ্রিকা ?
অন্যদিকে এশিয়ার পাশাপাশি দিন যত যাচ্ছে লাতিন আমেরিকা ও আফ্রিকার অবস্থাও আরও খারাপ হচ্ছে। প্রায় ৪৮ লক্ষের কাছাকাছি করোনা সংক্রমণ নিয়ে লাতিব আমেরিকার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল। তারপরেই রয়েছে কলম্বিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ ছুঁইছুঁই। মরোক্কোতেও এই সংখ্যা ১ সক্ষ ২০ হাজারের বেশি।
করোনা গ্রাসে দিল্লি! শুধুমাত্র সেপ্টেম্বরেই মৃতের সংখ্যা বাড়ল ৪০ শতাংশ