For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিষ থাবা রাজ পরিবারে! প্রয়াত প্রিন্সেস টেরেসা

করোনার বিষ থাবা রাজ পরিবারে! প্রয়াত প্রিন্সেস টেরেসা

  • |
Google Oneindia Bengali News

কথায় বলে মৃত্যুর কাছে সকলেই সমান! আর করোনা ভাইরাসের দাপট যে সাক্ষাৎ মৃত্যুর থেকে কিছু কম নয়, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। ব্রিটেনের রাজ পরিবারে ইতিমধ্যেই করোনার দংশন দেখা গিয়েছে। আক্রান্ত ছিলেন ব্রিটেনের রাজ পরিবারের রাজপুত্র চার্লস। এবার সেই এখই রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রিন্সেস মারিয়া টেরেসা।

করোনার বিষ থাবা রাজ পরিবারে! প্রয়াত প্রিন্সেস টেরেসা

স্পেনের রাজপুত্র ফিলিপ ষষ্ঠের আত্মীয় প্রিন্সেস মারিয়া টেরেসা কোভিড ১৯ এ আক্রান্ত হন। আর এদিন উঠে আসে তাঁর মৃত্যু সংবাদ। এপর্যন্ত কোরনার গ্রাসে স্পেনে ৮৩২ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টাতেই। যার জেরে ইওরোপের এই দেশে মৃতের সংখ্যা মোট ছাড়িয়েছে ৫ হাজারের গন্ডি। এদিকে, এই রাজকুমারীর মৃত্যুতে বিশ্বের প্রথম রাজপরিবারে করোনায় করাল দংশনের প্রমাণ স্পষ্ট হয়। মারিয়া এমন এক ব্যক্তিত্ব যিনি বিশ্বের প্রথম রাজপরিবারের সদস্য যাঁর মৃত্যু করোনা দংশনে হয়েছে।

১৯৩৩ সালে মারিয়ার জন্ম হয়েছে স্পেনের রাজপরিবারে।কর্মসূত্রে এই প্রিন্সেস ছিলেন প্যারিসের এরক নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি সমাজসেবী হিসাবেও পরিচিত ছিলেন। তাঁকে 'রেড প্রিন্সেস' বলেও অনেকে ডাকতেন।

English summary
Coronavirus crisis, Spanish Princess becomes first Royal to die of Covid 19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X