For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই কোভিড-১৯ এর রোগী শনাক্ত

যুক্তরাষ্ট্রের সবকটি রাজ্যে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। বিভিন্ন রাজ্যে বন্ধ করে দেয়া হয়েছে দোকানপাট। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ হাজার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ১০৫।

  • By Bbc Bengali

পশ্চিম ভার্জিনিয়ায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ায় এখন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই করেনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

প্রথম কোভিড-১৯ রোগীর বিষয়ে ঘোষণা দেয়ার সময় পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর টিম জাস্টিস বলেন, "আমরা এই পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম।"

স্যান ফ্রান্সিসকোর উপকূল অঞ্চলের মত নিজেদের অবরুদ্ধ করে রাখা বা লকডাউনের চিন্তা করছে নিউ ইয়র্ক শহর।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ হাজার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ১০৫।

সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় ২ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৮ হাজার মানুষ মারা গেছে।

ম্যারিল্যান্ডে গাড়ি চালকদের স্ক্রিনিং করছেন নার্সরা
Getty Images
ম্যারিল্যান্ডে গাড়ি চালকদের স্ক্রিনিং করছেন নার্সরা

নিউ ইয়র্ক কী পদক্ষেপ নিতে যাচ্ছে?

নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও জানান শহরের ৮৫ লাখ মানুষকে 'নিজ অবস্থানে আশ্রয় নিতে' নির্দেশ দেবেন কিনা, সেবিষয়ে দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি।

এ ধরণের পদক্ষেপের ফলে সিংহভাগ মানুষ তাদের বাসায় অবরুদ্ধ হয়ে পড়বেন। তবে এরকম অবস্থায় খাবার দাবার বা ওষুধ কিনতে অথবা ব্যায়াম করা বা কুকুরকে হাঁটানোর মত কাজে বাইরে বের হতে পারবেন, কিন্তু মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে।

স্যান ফ্রান্সিসকো বে এলাকার কর্তৃপক্ষ ৭ই এপ্রিল পর্যন্ত ৬ লাখ ৭০ হাজার মানুষকে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে।

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

করোনাভাইরাস গাইড: আপনার প্রশ্নের উত্তর

করোনাভাইরাস ঠেকানোর সুযোগ কতটা কাজে লাগিয়েছে বাংলাদেশ

করোনাভাইরাস: লক্ষণ দেখা দিলে আলাদা থাকতে হবে কীভাবে

করোনাভাইরাসের কারণে বদলে গেল আজানের বাণী

করোনাভাইরাস থেকে নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন

করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন

যে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যাবে করোনাভাইরাস

Banner
BBC
Banner

নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট অস্বাভাবিক রকম নিস্তব্ধ
Getty Images
নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট অস্বাভাবিক রকম নিস্তব্ধ

মার্কিন সেনাবাহিনী কী পদক্ষেপ নেবে?

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন রাজ্যের গভর্নরদের অনুরোধে ভাইরাস আক্রান্ত এলাকাগুলোতে মাঠ পর্যায়ে হাসপাতাল তৈরি করার নির্দেশ দিতে পারে হোয়াইট হাউজ।

পেন্টাগন প্রধান মার্ক এস্পার জানিয়েছেন শ্বাস প্রশ্বাসে সহায়ক ৫০ লাখ মাস্ক এবং ২ হাজার ভেন্টিলেটর স্বাস্থ্য বিভাগকে দেবে সেনাবাহিনী।

তিনি জানিয়েছেন বেসামরিক নাগরিকদের জন্য সেনাবাহিনী তাদের ১৪টি অনুমোদিত করোনাভাইরাস পরীক্ষা করার গবেষণাগারও উন্মুক্ত করে দেবে।

যুক্তরাষ্ট্রে কোথায় কী হচ্ছে?

মঙ্গলবার আরো ১১টি রাজ্যের মত পানশালা ও রেস্টুরেন্ট বন্ধ করার ঘোষণা দেয় ফ্লোরিডা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অনাড়ম্বরভাবে সেইন্ট প্যাট্রিক'স ডে পালন করা হয় এদিন।

আমেরিকার দীর্ঘতম সময় ধরে চলা স্পোর্টস ইভেন্ট ঘোড়ার দৌড় প্রতিযোগিতা কেন্টাকি ডার্বি সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এর আগেই বাতিল করা হয় মাস্টার্স গলফ টুর্নামেন্ট, মার্চ ম্যাডনেস বাস্কেটবল এবং বেসবলের মৌসুম।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইনডোর শপিং সেন্টার মিনেসোটার মল অব আমেরিকা জানিয়েছে তাদের সুবিধা মার্চ মাস পর্যন্ত বন্ধ থাকবে।

জেলখানায় একসাথে বেশি মানুষ যেন না রাখতে হয় তা নিশ্চিত করতে লস অ্যাঞ্জেলস কাউন্টির শেরিফ গ্রেফতারের পরিমাণ কমাতে নির্দেশ দিয়েছেন।

গ্রাম অঞ্চলের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে পারবে কিনা সেই আশঙ্কা করছে
Getty Images
গ্রাম অঞ্চলের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে পারবে কিনা সেই আশঙ্কা করছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন?

নভেম্বরে আবারো প্রেসিডেন্ট নির্বাচন করতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দুপুরে জানিয়েছেন যে শীঘ্রই যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হতে যাচ্ছে। তবে মি. ট্রাম্প বলেছেন, "আশা করছি আমাদের জাতীয়ভাবে লকডাউনের মত বড় সিদ্ধান্ত নিতে হবে না।"

সোমবার এক টুইট করে সমালোচনার মুখে পড়েন মি. ট্রাম্প। টুইটে তিনি সংক্রমণকে 'চীনা ভাইরাস' বলে উল্লেখ করে সমালোচকদের তোপের মুখে পড়েন। সমালোচকরা ট্রাম্পের মন্তব্যকে বৈষম্যমূলক বলে অভিহিত করেন।

মঙ্গলবার নিজের টুইটের সমর্থনে সাংবাদিকদের তিনি বলেন, "এটি চীন থেকেই এসেছে।"

English summary
Coronavirus: Covid-19 is diagnosed in 50 states in the United States
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X