For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস কি কাপড়, টাকার নোটেও বেঁচে থাকে! গবেষণায় উঠে এলো নয়া তথ্য

  • |
Google Oneindia Bengali News

কোভিড ১৯ নিয়ে হংকং এর একটি গবেষণা নতুন একাধিক তথ্য তুলে ধরল। প্রিন্টের কাগজ থেকে টিস্যু পেপারে কোভিড ১৯ কতক্ষণ বাঁচে তা নিয়ে একাধিক তথ্য উঠে এসেছে এই গবেষণাপত্রে।

কাপড়, টিস্যু পেপার-এও কি বেঁচে থাকে?

কাপড়, টিস্যু পেপার-এও কি বেঁচে থাকে?

হংকং- এর বিজ্ঞানীদের ময়া গবেষণা বলছে, করোনা ভাইরাস কাপড়ে সেভাবে বাঁচেনা। তবে, কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি। গবেষকদের দাবি সিজনড কাঠের ত্বকেও সেভাবে বাঁচেনা করোনা।

সার্জিক্যাল মাস্ক ব্যবহারে সাবধান

সার্জিক্যাল মাস্ক ব্যবহারে সাবধান

সাম্প্রতিক গবেষণা বলছে, যে সার্জিক্যাল মাস্ক করোনা রুখতে ব্যবহার করা হচ্ছে, তার বাইরের ত্বকে ৭ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ভাইরাস। তাছাড়াও যে বস্তু সমতল ও স্থায়ী তাতেও থেকে যেতে পারে এই ভাইরাস।

টাকার নোটেও কি থাকতে পারে এই ভাইরাস?

টাকার নোটেও কি থাকতে পারে এই ভাইরাস?

হংকং এর গবেষকদের দাবি টাকার নোটে ৪ দিন পর্যন্ত করোনা ভাইরাসের কোনও সংক্রমণ মেলেনি। ৭ দিন পর্যন্ত পর্যবেক্ষণে স্টেনলেস স্টিল বা প্লাস্টিকেও মেলেনি এই ভাইরাসের নমুনা। তবে, বিজ্ঞানীদের আরও দাবি রয়েছে। তাঁরা বলছেন এই ভাইরাসের প্রোটিন নির্মিত বহিঃত্বক এতটাই বিষাক্ত যে এটি সহজেই অনেক কিছুর মধ্যে প্রবেশ করতে পারে। তাই সাবধানতা সর্বদাই অবলম্বনের জন্য বলছেন তাঁরা।

 কোন কোন ক্ষেত্রে বাঁচে না করোনা?

কোন কোন ক্ষেত্রে বাঁচে না করোনা?

করোনা ভাইরাস ৩ ঘণ্টার বেশি বাঁচে না টিস্যু পেপারে। এমনকি প্রিন্টেড কোনও কাগজেও ৩ ঘণ্টার বেশি কোভিড ১৯ বাঁচবে না বলে মত বিজ্ঞানীদের।

English summary
Coronavirus , covid 19 doesn’t survive on print, tissue paper after 3 hours, says Hong Kong study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X