For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের প্রভাব, আমেরিকাতেই চাকরি হারানোর আশঙ্কা কোটি কোটির

আর্থিক মন্দা আগেই ছিল। এবার চেপে বসেছে করোনা ভাইরাস। কোনও সমীক্ষায় উঠে আসছে শুধু আমেরিকাতেই কাজ হারাতে চলেছেন ২.৫ কোটি তো কোনও সমীক্ষায় দেখানো হচ্ছে কাজ হারাতে পারেন ১.৭ কোটি মানুষ।

  • |
Google Oneindia Bengali News

আর্থিক মন্দা আগেই ছিল। এবার চেপে বসেছে করোনা ভাইরাস। কোনও সমীক্ষায় উঠে আসছে শুধু আমেরিকাতেই কাজ হারাতে চলেছেন ২.৫ কোটি তো কোনও সমীক্ষায় দেখানো হচ্ছে কাজ হারাতে পারেন ১.৭ কোটি মানুষ। তবে আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমেরিকায় সমীক্ষা, ২ মাসই চাকরি হারাবেন বহু

আমেরিকায় সমীক্ষা, ২ মাসই চাকরি হারাবেন বহু

১৯ থেকে ২৪ মার্চের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল আমেরিকায়। যেখানে অর্ধেকের মতো অংশগ্রহণকারী বলেছিলেন মন্দার পরিস্থিতি তৈরি হচ্ছে। আর একটা বড় অংশ বলেছিলেন অর্থনীতির ওপর খুব বেশি প্রভাব পড়বে না। ২২ মার্চ মর্গান স্ট্যানলে যে সমীক্ষা চালিয়েছে, তাতে দেখা যাচ্ছে দুমাসেই চাকরি হারাতে পারেন প্রায় ১.৭ কোটি।

ইতিমধ্যেই কাজ হারিয়েছেন বহু

ইতিমধ্যেই কাজ হারিয়েছেন বহু

সমীক্ষায় দেখা গিয়েছে ২০ শতাংশের মতো মানুষ বলছেন, তাঁরা, কিংবা পরিবারের অন্য কেউ করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই কাজ হারিয়েছেন। অনেকে আবার জানিয়েছেন বেতন ছাঁটাইয়ের কথা। করোনা ভাইরাস পরিস্থিতি কাটলে কতজনকে কাজে ফিরিয়ে নেওয়া হবে, তানিয়ে এখনই কোনও ভবিষ্যদ্বাণীও কেউ করতে পারছেন না।

পরিস্থিতি বোঝা যাবে সামনের কয়েক মাসে

পরিস্থিতি বোঝা যাবে সামনের কয়েক মাসে

করোনা ভাইরাস এক দেশে থেকে অন্য দেশে ছড়াচ্ছে। একের পর এক এলাকায় ছড়াচ্ছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ আগামী কয়েক সপ্তাহে হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। পরের কয়েক মাস সময় লাগতে পারে বলেই মনে করছেন তাঁরা।

বেকারি ছুঁতে পারে ১৯৮২ সালকে

বেকারি ছুঁতে পারে ১৯৮২ সালকে

এই পরিস্থিতিতে আমেরিকায় যদি বেকারি ১২.৮ শতাংশে পৌঁছে যায়, তাহলে তা ১৯৮২ সালের ১০.৮ শতাংশকেও ছাপিয়ে যাবে।

English summary
Coronavirus could wipe out milions of jobs through out World
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X