For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কমছে! আশঙ্কার পরিসংখ্যান প্রকাশ্যে

বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কমছে! আশঙ্কার পরিসংখ্যান প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

করোনার মারণ থাবা ভারত সহ গোটা বিশ্বে ক্রমাগত বিষ দংশন বসিয়ে চলেছে। ইওরোপ , আমেরিকার মতো দেশে এই রোগ চিন থেকে বেরিয়ে এসে ক্রমাগত থাবা বসাতে শুরু করেছে। আক্রান্তের সংখ্যা বিশ্ব জুড়ে যত বাড়ছে ,ততই সংকট ঘনাচ্ছে বিশ্ব জুড়ে করোনার জেরে মৃত্যু মিছিল ঘিরে। এমন পরিস্থিতিতে দেখে নেওয়া যাক করোনা ঘিরে কিছু পরিসংখ্যান।

করোনায় সুস্থতার হার কমছে!

করোনায় সুস্থতার হার কমছে!

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, করোনায় বিশ্ব জুড়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কমছে। আগে যে সংখ্যা ৮৭ শতাংশ ছিল, তা কমে ৮২ শতাংশ হয়েছে সুস্থ হয়ে ওঠা মানুষদের ক্ষেত্রে। এখনও পর্যন্ত ১৭৩,৩১৯ জন করোনা আক্রান্তের ঘটনাকে 'ক্লোসড' আখ্যা দেওয়া হয়েছে। যাঁদের মধ্যে রয়েছে মৃতের পরিসংখ্যানও।

মৃতদের শতাংশ কেমন?

মৃতদের শতাংশ কেমন?

মৃতদের শতাংশ ক্রমই বাড়ছে বিশ্বে। করোনা আক্রমণের জেরে মৃত্যু হয়েছে বিশ্বে ৩০, ৮৯২ জনের। যা শতাংশের বিচারে ১৮ শতাংশ। তবে কয়েকদিন আগেই এই শতাংশ ছিল ১৬ । যার ২ দিন আগে এই শতাংশর হার ছিল ১৪। ফলে লাফিয়ে বাড়ছে করোনার জেরে মৃতের সংখ্যা।

গুরুতর আক্রান্তের সংখ্যা ঘিরে কোন তথ্য?

গুরুতর আক্রান্তের সংখ্যা ঘিরে কোন তথ্য?

১০ শতাংশ থেকে নেমে ৫ শতাংশে দাঁড়িয়েছে করোনায় গুরুতর আক্রান্তের সংখ্যা। অন্যদিকে, অল্প আক্রান্তের সংখ্যা আপাতত ৪৬৬১৮২ জন। অর্থাৎ বিশ্বে ৯৫ শতাংশ করোনা আক্রান্ত আপাতত অল্পভাবে আক্রান্ত।

 বিভিন্ন দেশের বিচারে করোনা পরিসংখ্যান

বিভিন্ন দেশের বিচারে করোনা পরিসংখ্যান

করোনার পরিসংখ্যান অনুযায়ী, দেখা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আপাতত ১২৩,৭৭৬ জন আক্রান্ত। নতুন করে ১৯৮ টি ঘটনা সামনে এসেছে। ইতালিতে ৯২, ৪৭২ জন আক্রান্ত। চিনে আক্রান্ত ৮১, ৪৩৯ জন। নতুন করে আক্রান্ত ৪৫ জন। স্পেনে ৭৩ ২৩৫ জন আক্রান্ত।

 মৃত্যু মিছিল

মৃত্যু মিছিল

মার্কিন মুলুকে করোনার জেরে মৃতের সংখ্যা ২২২৯ জন, ইতালিতে, ১০,০২৩ জন, চিনে ৩,৩০০ জন। অন্যদিকে, স্পেনে ৫৯৮২ জন মৃত। জার্মানিতে ৫৭, ৬৯৫ জনের মধ্যে ৪৩৩ জনের মৃত্যুর খবর এসেছে।

 প্রবীণদের পাশে দাঁড়াতে নির্দেশ জেপি নাড্ডার! সাহায্য কীভাবে তা নিয়ে বিজেপির রাজ্য পর্যায়ে আলোচনা প্রবীণদের পাশে দাঁড়াতে নির্দেশ জেপি নাড্ডার! সাহায্য কীভাবে তা নিয়ে বিজেপির রাজ্য পর্যায়ে আলোচনা

English summary
Coronavirus cases in World , know how many persones recovered .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X