For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একসপ্তাহে দ্বিগুণ করোনা প্রকোপ! মৃত্যু মিছিলের লাগামহীন বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ হাজার জন মারা গিয়েছে ইতিমধ্যে। সারাবিশ্বে মুহূর্তের নিমিষে বেড়ে চলেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৫৯ হাজার ৩২ জন। এখনও অসুস্থ রয়েছেন ৬ লক্ষ ৩৮ হাজার ৬০৯ জন। এই উদ্বেগজনক পরিস্থিতিতে চিন্তার ভাঁজ সবার কপালেই।

একসপ্তাহে ৪ লক্ষ নতোন করোনা আক্রান্ত

একসপ্তাহে ৪ লক্ষ নতোন করোনা আক্রান্ত

বিশেষজ্ঞদের এই করোনা সংক্রমণ নিয়ে সব থেকে চিন্তার কারণ হল এর বৃদ্ধির হার। প্রসঙ্গত, গত এক সপ্তাহতেই বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা হয়ে গিয়েছে দ্বিগুণ। গত বছরের ডিসেম্বর থেকে মার্চের শেষ পর্যন্ত যেখানে করোনা আক্রান্ত হয়েছিল ৪ লক্ষ, সেখানে গত একসপ্তাহেই সেই সংখ্যা বেড়েছে আরও চার লক্ষ্য।

বর্তমানে করোনা আক্রান্ত ৮ লক্ষ ৫৯ হাজার ৩২ জন

বর্তমানে করোনা আক্রান্ত ৮ লক্ষ ৫৯ হাজার ৩২ জন

গত সপ্তাহের মঙ্গলবার, অর্থাৎ ২৪ মার্চ বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ৪ লক্ষ ৭ হাজার ৪৮৫ জন। সেই সংখ্যা এক সপ্তাহে বেড়ে হয়েছে ৮ লক্ষ ৫৯ হাজার ৩২ জনে। মৃতের সংখ্যা বেড়েছে দুই গুণেরও বেশি।

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ হাজারে

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ হাজারে

মঙ্গলবার পর্যন্ত যেখানে মৃতের সংখ্যা ছিল ১৮ হাজার ২২৭ জন। এই সংখ্যাটা গত বছরের ডিসেম্বর থেকে মার্চের ২৪ তারিখ পর্যন্তের। সেই সংখ্যাটা ৩১ মার্চ বেড়ে দাঁড়ায় ৪২ হাজারেরও উপর। অর্থাৎ গত এক সপ্তাহে ২৪ হাজার জন মারা গিয়েছে এই সংক্রমণের জেরে।

ইতালিতে মারা গেছেন ১২ হাজার ৪২৮

ইতালিতে মারা গেছেন ১২ হাজার ৪২৮

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। করোনার কোপে ক্রমশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। মারা গেছেন ১২ হাজার ৪২৮ জন। চিনের মৃত্যু সংখ্যা থেকে ইতালির মৃত্যু সংখ্যা তিনগুণের থেকেও বেশি। আর ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১,০৫,৭৯২।

আমেরিকাতে আক্রান্ত প্রায় ২ লক্ষ

আমেরিকাতে আক্রান্ত প্রায় ২ লক্ষ

এদিকে আমেরিকাতে সংক্রমিতের সংখ্যাটা ১ লক্ষ ৮৮ হাজার ৫৭৮ জন। সেখানে ক্রমেই বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা। তবে সেই অনুপাতে আমেরিকাতে অবশ্য মৃতের সংখ্যা কম হওয়ায় আপাতত স্বস্তি। তবে আক্রান্তের সংখ্যা লাগাম ছাড়া হারে বাড়তে থাকলে তা আটকানো কঠিন হবে।

English summary
coronavirus cases double from 4 lakh to over 8 lakh in seven days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X