For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপসর্গ চলে যাওয়ার পরেও ফের শরীরে দানা থাবা বসাতে পারে করোনা, বলছে গবেষণা

  • |
Google Oneindia Bengali News

করোনা ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৬ লক্ষ মানুষের শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী করোনা। মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজারের কাছাকাছি। সেড়ে উঠেছেন প্রায় দেড় লক্ষের কাছাকাছি মানুষ। বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা এর প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করলেও এখনও তা সম্ভব হয়নি।

সম্প্রতি একই নজির দেখতে পাওয়া গেছে চিনেও

সম্প্রতি একই নজির দেখতে পাওয়া গেছে চিনেও

কিন্তু চিকিত্সার পর সেড়ে উঠলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না পূর্বের করোনা আক্রান্তেরা। সূত্রের খবর, বর্তমানে চিনে করোনার হাত থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের প্রায় ৩ থেকে ১০ শতাংশের শরীরে ফের সংক্রমণ দেখা দিয়েছে। চিকিত্সার পর বাড়ি ফিরে গেলে পুনরায় তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও বেশি দিন হোম কোয়ারেন্টাইনের পরামর্শ চিকিত্সকেদের

আরও বেশি দিন হোম কোয়ারেন্টাইনের পরামর্শ চিকিত্সকেদের

চিকিত্সকেরা জানাচ্ছে হাসাপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও এর জন্য দরকার আরও বেশি দিন হোম কোয়ারিন্টাইনে থাকা। নাহলে এর ফলে পুনরায় গোষ্ঠী সংক্রমণ রোধ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। ভারতীয় চিকিত্সকেদের নজেরও এরকম একটি ঘটনা ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি চিনের উহানের অন্যান্য হাসপাতালও জানিয়েছে তাদের ৫ থেকে ১০ শতাংশ রোগী সেরে ওঠার পরেও ফের করোনায় আক্রান্ত হয়েছেন।

এক ভারতীয় বংশদ্ভূত রোগীর শরীরেও একইভাবে সংক্রমণ লক্ষ্য করা যায়

এক ভারতীয় বংশদ্ভূত রোগীর শরীরেও একইভাবে সংক্রমণ লক্ষ্য করা যায়

ভারতীয় বংশোদ্ভূত একব্যক্তির শরীরে সামান্য কিছু করোনার লক্ষণ দেখা দিলে তার তত্ক্ষণাত চিকিত্সা শুরু হয়। এরপর সুস্থ হয়ে ওঠার আটদিন পরেও তার শরীরে ফের করোনা জীবানু মেলে বলে জানা যাচ্ছে। ফলস্বরূপ এই রোগ থেকে সুস্থ হওয়ার পরেও কমপক্ষে আরও দুই সপ্তাহ নিরাপদে থাকা ও আইসোলেশনের মেয়াদ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিত্সকেরা।

English summary
A study says Coronavirus can invade the body again after symptoms go away from the body
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X