For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মরশুমি রোগে রূপান্তরিত হতে পারে যদি...! কী জানাচ্ছে নয়া গবেষণা

করোনা মরশুমি রোগে রূপান্তরিত হতে পারে যদি...! কী জানাচ্ছে নয়া গবেষণা

  • |
Google Oneindia Bengali News

জনস্বাস্থ্য নিয়ে ফ্রন্টিয়ার জার্নালে একটি সাম্প্রতিক গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে করোনার গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে, করোনার মতো বিষ দংশনের রোগ মুহূর্তে এককালীন হয়ে যেতে পারে একটি বিশেষ মরশুমে। তবে তার জন্য একটি শর্ত প্রয়োজন।

 করোনা এখনই যাবে না

করোনা এখনই যাবে না

হু থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সকলেই জানিয়ে দিয়েছেন করোনা এত সহজে ছেড়ে যাবে না। তবে , করোনা জয়ের পথ খুঁজতে পিছপা হচ্ছেন না বিজ্ঞানীরা। একের পর এক গবেষণা শুরু হয়েছে করোনা নিধন নিয়ে। আর সেই সূত্র ধরেই এবার করোনা নিধনে এল নয়া রাস্তা।

 করোনা এককালীন রোগ হয়ে যেতে পারে..

করোনা এককালীন রোগ হয়ে যেতে পারে..

করোনা ভাইরাসের আক্রমণ শুধু একটি মাত্র মরশুমে দেখা যেতে পারে আগামী দিনে। তবে তার জন্য গড়ে তুলতে হবে হার্ড ইমিউনিটি। এই হার্ড ইমিউনিটি বা গোষ্ঠীবদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের মধ্যে এখনও দেখা না দেওয়াতেই করোনা ক্রমেই ছড়িয়ে পড়ছে।

মরশুমী ঘরানা ও করোনা

মরশুমী ঘরানা ও করোনা

বলা হচ্ছে, একটি বিশেষ মরশুমে করোনা ভাইরাসের আক্রমণ আসতে পারে এরপর থেকে। যার সঙ্গে ভাইরাস ও নির্দিষ্ট তাপমাত্রায় বেড়ে ওঠার ঘটনা সংম্পর্কিত। যদিও করোনার ধরন সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

কোন মরশুমে হওয়ার সম্ভাবনা?

কোন মরশুমে হওয়ার সম্ভাবনা?

যেহেতু জ্বর ও শ্বাসকষ্ট এবং সর্দি ,কাশি করোনার অন্যতম উপসর্গ , তাতে মনে করা হচ্ছে, এই ভাইরাস সবচেয়ে বেশি হামলা চালাতে পারে শীতকালে। তবে ক্রান্তীয় আবহাওয়ায় গোটা বছরই এই ভাইরাসের দাপট থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

করোনা গ্রাসে ভারত! আক্রান্ত ও মৃতের সংখ্যায় রাশিয়া-স্পেনকেও পিছনে ফেলল মহারাষ্ট্রকরোনা গ্রাসে ভারত! আক্রান্ত ও মৃতের সংখ্যায় রাশিয়া-স্পেনকেও পিছনে ফেলল মহারাষ্ট্র

English summary
Corona virus will likely become seasonal if herd immunity achieved, says study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X