For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব থেকে এখনই বিদায় নয় কোভিডের! আরও কঠিন আকার নেবে করোনার নতুন রূপগুলি, জানাল WHO

বিশ্ব থেকে এখনই বিদায় নয় কোভিডের! আরও কঠিন আকার নেবে করোনার নতুন রূপগুলি, জানাল WHO

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে শঙ্কা যেন বারবার হাতছানি দিচ্ছে। বিশ্বকে গ্রাস করতে চাইছে সে। কিন্তু বিশ্ববাসী চাতক পাখীর মতন চেয়ে আছে কবে আবার চেনা ছন্দে ফিরবে পরিবেশ। সবাই ছাড়বে শান্তির নিঃশ্বাস। কবে মাস্ক ছাড়া কাটাতে পারবে বিশ্ববাসী। মহামারির কী আদৌও শেষ আছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক সৌম্য স্বামীনাথন বলেন, 'বিশ্ব কিন্তু এখন কোভিড মহামারির শেষ পর্যায়ে নয়। তাঁর আরও অনেক গুলি নতুন প্রজাতি আঘাত আনবে পৃথিবীর ওপর।' সকলে সচেতন থাকার বার্তা দিলেন তিনি।

প্রধান গবেষক সৌম্য স্বামীনাথন কী জানালেন

প্রধান গবেষক সৌম্য স্বামীনাথন কী জানালেন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক সৌম্য স্বামীনাথন জানান,' আমরা বারবার কোভিড ভাইরাসের বারবার পরিবর্তন দেখেছি। সেই সঙ্গে দেখেছি প্রতিনিয়ত কত মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। যদিও মহামারির শেষ নেই। এখনও বিশ্ববাসীর উদ্বেগ বজায় থাকবে। কারণ কোভিডের আরও প্রজাতি বিশ্বের ওপর তাঁদের দাপট দেখাবে। তাই এখনও সবাই সতর্ক থাকুন। ভাইরাস থেকে এখনই মুক্তি মিলবে না। নতুন রূপগুলি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বিশ্ববাসীর জন্য।'

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে কী জানা গিয়েছিল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে কী জানা গিয়েছিল

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিলেন, যদিও করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডাঃ ভি কে পল ও তাঁর সদস্যরা করোনা মহামারি নিয়ে সতর্ক করেছেন। তাঁরা জানিয়েছেন, তাঁর প্রধান মহামারির মূল চাবিকাঠি হল এই মহামারির বিরুদ্ধে আমাদের লড়াই করা। এর বিরুদ্ধে আমাদের সকলকে লড়তে হবে।

যুগ্ম সচিবের মত কী

যুগ্ম সচিবের মত কী

যুগ্ম সচিব লভ আগরওয়াল জানান, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। সেই সঙ্গে ভারতের কোভিড গ্রাফও নিম্নমুখী হয়েছে। লভ আগরওয়াল জানিয়েছেন, ১৪১ টি জেলায় করোনার পজিটিভিটির হার ১০ শতাংশ। শুধু ভারতের ১৬০ টি জেলায় কোভিডের ইতিবাচকতার বর্তমানে ৫-১০ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ কর্মকর্তা সমস্ত রাজ্যজুড়ে করোনা সংক্রমণের ইতিবাচকতার হার উল্লেখ করেছেন। তিনি কেরল, মাহা, কর্ণাটকে ৫০ হাজার অ্যাক্টিভ কেসের কথা বলেছেন।

আজকের করোনা গ্রাফ

আজকের করোনা গ্রাফ

তবে,আশার আলো কিন্তু জাগছে! কারণ ক্রমশ নিম্নগামী হচ্ছে কোভিড গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার দেশের দৈনিক করোনা সংক্রমণ কমেছে ৫০ হাজারের নীচে। পাশাপাশি কমেছে মৃতের সংখ্যা। একদিনে ভারতে কোভিড আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন। আগের থেকে করোনা গ্রাফ অনেক কম। পটিজিভিটি রেটও নিম্নগামী হয়ে হয়েছে ৩.১৭ শতাংশ। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়ে ৫ লক্ষ ৮ হাজার ৬৬৫ জন।

Weather update: শহরে শীতের আমেজ, জেলায় নামবে পারদ, কেমন থাকবে আবহাওয়া জেনে নিনWeather update: শহরে শীতের আমেজ, জেলায় নামবে পারদ, কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

English summary
corona virus hasnot ended say who chief scientist soumya swaminathan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X