For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা জ্বরে কাঁপছে বিশ্ব, মৃতের সংখ্যা ছাড়ল সাড়ে ছয় হাজারের গণ্ডি

করোনা জ্বরে কাঁপছে বিশ্ব, মৃতের সংখ্যা ছাড়ল সাড়ে ছয় হাজারের গণ্ডি

  • |
Google Oneindia Bengali News

ক্রমশ করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যে করোনা সংক্রমণকে মহামারি অ্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

১৪১টি দেশে থাবা বসিয়েছে করোনা

১৪১টি দেশে থাবা বসিয়েছে করোনা

সূত্রের খবর, এখনও পর্যন্ত গোটা পৃথিবীর ১৪১টি দেশের নিজের শাখা প্রশাখা বিস্তার করেছে করোনা। শনিবার রাত সাড়ে ১১ টায় ও রবিবারের সর্বশেষ পরিসংখ্যানের মধ্যে দেখা গেছে, করোনার কারণে আরও ৬৫৩ জন মৃত এবং ১২,১৫৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

চিনে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১৯৯ জন

চিনে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১৯৯ জন

হংকং এবং ম্যাকাও বাদে চিনে ৮০,৮৪৪ টি করোনা সংক্রমণের খবর মেলে। তার মধ্যে মৃতের সংখ্যা ৩১৯৯ জন। ডিসেম্বরের শেষ দিকেই যদিও চিনে এর জন্য মহামারি গোষণা করা হয়েছিল। এখনও পর্যন্ত এই রোগের প্রকোপ থেকে সেদেশে ৬৬,৯১১ জন উদ্ধার পেয়েছেন বলে জানা যাচ্ছে।

আফ্রিকান দেশ গুলিতেও শবিবার প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে

আফ্রিকান দেশ গুলিতেও শবিবার প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে

একইসাথে শনিবার ও রবিবারের মধ্যে সে দেশে ২০ টি নতুন করোনা আক্রান্তের ঘটনা ও ১০ টি নতুন প্রাণহানির খবর পাওয়া গেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য থেকে দেখা যাচ্ছে শনিবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সেশেলস, কঙ্গো প্রজাতন্ত্র এবং উজবেকিস্তান প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে।

করোনা ভাইরাসের হানার জের: বহু বিমান সংস্থা দেউলিয়া হতে পারে! কোন অশনি সংকেত নয়া রিপোর্টে করোনা ভাইরাসের হানার জের: বহু বিমান সংস্থা দেউলিয়া হতে পারে! কোন অশনি সংকেত নয়া রিপোর্টে

English summary
Corona epidemic has shaken the world and the death toll has risen to 6,500
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X