For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেজিংয়ে ‘অত্যন্ত ভয়াবহ’ চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, টানা পাঁচ দিন লাগাতার সংক্রমণ গোটা চিনে

বেজিংয়ে ‘অত্যন্ত ভয়াবহ’ চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, টানা পাঁচ দিন লাগাতার সংক্রমণ গোটা চিনে

  • |
Google Oneindia Bengali News

চিনের ক্রমেই আবারও ভয়াবহ আকার ধারণ করছে করোনা সংক্রমণ। সূত্রের খবর, গত সপ্তাহ থেকেই ফের বেজিংয়ে মাথাচাড়া দিচ্ছিল করোনা সংক্রমণ। এখন তা ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। গোটা চিনে এদিন নতুন করে ২৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। যার জেরে নতুন করে বেজিংয়ের একটা বড় এলাকায় লকডাউনও ঘোষণা করা হয়েছে।

বেজিংয়ে ‘অত্যন্ত ভয়াবহ’ চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, টানা পাঁচ দিন লাগাতার সংক্রমণ গোটা চিনে

বর্তমানে চিনে টানা পাঁচ দিনে ১০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। বিশেষজ্ঞরা আশঙ্কা, করোনা মহামারির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে চিনে। ইতিমধ্যেই বেইজিং শহরের মুখপাত্র শিউ হেইজিয়ান এক সংবাদ সম্মেলনে নতুন করে সংক্রমণ নিয়ে সতর্কবার্তা দেন। রাজধানীতে মহামারীর পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অনেকেরই ধারণা, বেজিংয়ের শিনফাদি খুচরা খাবারের বাজার থেকে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়েছে।

ইতোমধ্যেই ওই বাজারের ৮ হাজারের বেশি কর্মীর করোনা পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি তাদের অনেককেই সরকারি কোয়রেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। পাশাপাশি বর্তমানে বেজিংয়ের দৈনিক করোনা টেস্টের ক্ষমতা বাড়িয়ে ৯০ হাজার করা হয়েছে। পাশাপাশি চিনের এই রাজধানী শহরে সকল ধরণের ইনডোর স্পোর্টস এবং বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

লাদাখে চিনকে শায়েস্তা করার ব্লুপ্রিন্ট আঁকতে সেনা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক রাজনাথের লাদাখে চিনকে শায়েস্তা করার ব্লুপ্রিন্ট আঁকতে সেনা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক রাজনাথের

English summary
corona outbreak looks extremely severe in beijing with five consecutive days of infection across china
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X