For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৈনিক রেকর্ড করোনা সংক্রমণ দক্ষিণ কোরিয়ায়, আক্রান্তের সংখ্যা চমকে দেবে

Array

Google Oneindia Bengali News

দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা সংক্রমণ নতুন রেকর্ড গড়ল। একদিনে আক্রান্ত হলেন ৩ লক্ষ ৪২ হাজার ৪৪৬ জন। এমনটাই জানিয়েছে কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি। দেশটি ভাইরাস আক্রান্ত হয়ে নতুন করে একদিনে ১৫৮ জনের মৃত্যুর খবর মিলেছে। এমনটাই জানিয়েছে কেডিসিএ।

দৈনিক রেকর্ড করোনা সংক্রমণ দক্ষিন কোরিয়ায়, আক্রান্তের সংখ্যা চমকে দেবে

এদিকে মঙ্গলবার দেশের দৈনিক করোনা সংক্রমণে ব্যাপক পতন হয় । করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৩,৯৯৩ জন। সোমবার যা চার হাজারের বেশি ছিল সেই সংক্রমণ। তা মঙ্গলবার অনেকটাই নেমে যায় সেটাই স্বস্তির খবর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে। দেশের করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যায় বিপুল পতন লক্ষ্য করা যাচ্ছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। সেইসঙ্গে কমছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা িগয়েছেন ১০৮ জন। যদিও গতকাল ১০০ নীেচ নেমে গিয়েছিলেন করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা। তার আগের দিন মৃতের সংখ্যা ছিল ১৫৮। করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। ফলে আশা দেখছে স্বাস্থ্যমন্ত্রক।

গত এক মাস ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। করোনা সংক্রমণ কমতে শুরু করায় আশার আলো দেখছে গোটা দেশ। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫,১৫,২১০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৯,৯৪৮ জন। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৮,০৫৫। এখনও পর্যন্ত করোনা হয়েছেন ৪,২৪,৬,১৫০ জন। দেশের সব বড় শহরে করোনা সংক্রমণ কমতে শুরু করায় একাধিক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। স্কুলে গিয়েই পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গে ২ বছর পর স্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। কলেজ বিশ্ববিদ্যালয়েও তাই হচ্ছে। নাইট কার্ফু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। করোনা আবহের মধ্যেই শেষ হয়ে গেল পাঁচ রাজ্যের ভোট গ্রহণ। করোনা বিধি লঘু করা হয়েছে ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর জন্য।

English summary
corona spreading highly and make record in south korea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X