For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্ক: মহিলার এক হাঁচির জেরে ২৬ লাখের খাবার সুপার মার্কেটের বাইরে ফেলা হল

করোনা আতঙ্ক: মহিলার এক হাঁচির জেরে ২৬ লাখের খাবার সুপার মার্কেটের বাইরে ফেলা হল

  • |
Google Oneindia Bengali News

করোনা ক্রমেই নিজের দাপট ঘনীভূত করছে বিশ্বের একাধিক জায়গায়। প্রাথমিকভাবে জানা যায় যে কাশি, বা হাঁচির থেকে এই রোগ সহজে ছড়িয়ে পড়ে। তাই দুনিয়ার বিভিন্ন প্রান্তে একাধিক সাবধানতা অবলম্বন করা হচ্ছে। মার্কিন মুলুকের এক সুপার মার্কেটে এই সাবধানতা নিয়েই ঘটে গেল চরম বিপত্তি।

করোনা আতঙ্ক: মহিলার এক হাঁচির জেরে ২৬ লাখের খাবার সুপার মার্কেটের বাইরে ফেলা হল

মার্কিন মুলুকের হ্যানোভারে এক সুপার মার্কেটে এক মহিলার হাঁচির জেরে ২৬ লাখ টাকার খাবার মার্কেটের বাইরে ফেলতে বাধ্য হন কর্তৃপক্ষ। সেখানের গ্রেইটিস সুপার মার্কেটে ওই ৩৫ বছরের মহিলা পৌঁছেই জানান যে তিনি কোভিড ১৯ এ আক্রান্ত। আর এরপরই খাবারের সামগ্রীর ওপর হাঁচতে শুরু করেন। মুহূর্তে তাঁকে সেখান থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এর জেরে সুপার মার্কেটের ২৬ লাখ টাকা বা ৩৫ হাজার ডলারের খাবার বাইরে ফেলতে হয়।

সুপার মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে যে, কোনও মতেই তাঁরা এমন বিপজ্জনক পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি নন। তাঁদের প্রাথমিকভাবে মনে হয়েছিল যে মহিলা সম্ভবত মশকরা করছেন। কিন্তু করোনার সামনে সেই মশকরা নিয়ে কোনও ঝুঁকি না নিয়েই সুপারমার্কেট কর্তৃপক্ষ ওই খাবারের সামগ্রী মার্কেটের বাইরে ফেলে দেন।

English summary
Corona issue, woman charged after coughing in food of super market .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X