For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে চিনে, কিছু তথ্য যা জানা উচিৎ সবার

নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে চিনে, কিছু তথ্য যা জানা উচিৎ সবার

  • |
Google Oneindia Bengali News

সংক্রমণ, মহামারি, মৃত্যু, লকডাউন, টিকা, স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ববিধি! গত দু'বছর ধরে করোনা মহামারির জেরে নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে ওপরের এই শব্দগুলি। সংক্রমণের একের পর এক ঢেউয়ের মুখোমুখি হয়েছে গোটাবিশ্ব। ভারতও সয়েছে তিনটি ঢেউয়ের ধাক্কা। এতকিছুর পর মনে করা হচ্ছিল, মহামারির প্রকোপ কমে গিয়েছে অনেকটাই। তবে সবাইকে ভুল প্রমাণ করে ফের মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড৷ জানা গিয়েছে, এই মুহূর্তে কোভিড সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হচ্ছে চিন৷

করোনার উৎস সন্ধানে !

করোনার উৎস সন্ধানে !

শুরুটা হয়েছিল ২০১৯ সালের একেবারে শেষ থেকে। তখন থেকেই চিনে মহামারির আকারে ছড়িয়ে পড়েছে কোভিড ১৯। সেই বছরের ডিসেম্বর মাসেই দক্ষিণ চিনের ইউহান প্রদেশে সংকেত মেলে কোভিড মহামারির। সেই শুরু, ধীরে ধীরে ভাইরাসটি গ্রাস করেছে গোটাবিশ্বকে। ভারত তো বটেই, আমেরিকা, রাশিয়া সহ ইউরোপের একাধিক উন্নয়নশীল দেশকে ভুগতে হয়েছে মহামারির জ্বালায়। মাঝের দু'বছরে একের পর এক ঢেউ আছড়ে পড়েছে দেশগুলিতে। দেখা যাচ্ছে, মহামারি শুরুর এতদিন বাদেই সবচেয়ে বড় ঢেউয়ের মুখোমুখি হয়েছে চিন। কোভিড নিয়ে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সেদেশের সরকার।

ফেব্রুয়ারি থেকেই নতুন করে লকডাউন চিনে!

ফেব্রুয়ারি থেকেই নতুন করে লকডাউন চিনে!

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই লকডাউন ঘোষণা করা হয়েছে চিনের সবচেয়ে বড় শহরাঞ্চল সাংহাইতে। স্থানীয় বাসিন্দাদের ভুগতে হচ্ছে খাদ্যদ্রব্য, ওষুধের অভাব সংকটে। এমনকি, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাসিন্দারা অবধি এই এক অভিযোগ করছেন। কোভিড দমনে 'জিরো কোভিড পলিসি' নিয়েছে সরকার। তারপর থেকে চিনের ২৪টি শহরে লকডাউন ঘোষণা করেছে শি জিনপিংয়ের সরকার৷

কিন্তু ঠিক কত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন চিনে?

কিন্তু ঠিক কত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন চিনে?

সূত্রের খবর, আগেরবারের মতোই এবারও সংক্রমণ সংক্রান্ত তথ্যাদি সেভাবে প্রকাশ্যে আনছে না শি জিনপিং সরকার৷ আক্রান্তকে দু'ভাগে ভাগ করা হচ্ছে ; নিশ্চিত এবং উপসর্গহীন৷ সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা ইচ্ছে করে আক্রান্ত সংখ্যা কমিয়ে দেখাচ্ছেন৷ বিগত কিছুদিন ধরে সবচেয়ে খারাপ অবস্থা সাংহাই শহরের৷ সেখানে দৈনিক ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে লকডাউন। মানুষের কাছে খাদ্যদ্রব্য ফুরিয়েছে। ফলত বহুক্ষেত্রেই তাঁরা লকডাউনের বিধি ভেঙে রাস্তায় বেরিয়ে পড়ছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের চিত্রও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া গিয়েছে।

 কেরালার জন্যই দেশে হঠাৎ বেড়েছে করোনা, কেন্দ্রের কথাকে সম্পূর্ণ ভুল বলল রাজ্য কেরালার জন্যই দেশে হঠাৎ বেড়েছে করোনা, কেন্দ্রের কথাকে সম্পূর্ণ ভুল বলল রাজ্য

English summary
corona infection increasing in China, Some information that everyone should know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X