For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মুক্ত চিনের উহান প্রদেশ, চিকিত্সার পর ছাড়া পেলেন শেষ করোনা আক্রান্ত রোগীও

করোনা মুক্ত চিনের উহান প্রদেশ, চিকিত্সার পর ছাড়া পেলেন শেষ করোনা আক্রান্ত রোগীও

  • |
Google Oneindia Bengali News

অবশেষে করোনা মুক্ত হল উহান। সূত্রের খবর, এদিন করোনার প্রধান ভর কেন্দ্র তথা চিনের উহানের হাসপাতাল থেকে ছাড়া পেলেন শেষ করোনা আক্রান্ত রোগীও। এদিকে এখন থেকে প্রায় মাস তিনেক আগে এই উহান থেকে গোটা বিশ্বের উপর থাবা বসাতে শুরু করে করোনা।

রবিবার নতুন করে তিন জনের শরীরে সংক্রমণের খবর

রবিবার নতুন করে তিন জনের শরীরে সংক্রমণের খবর

ইতিমধ্যেই করোনা সংক্রমণের চিনের মূল ভূখন্ডে প্রায় ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এদিকে সোমবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) তিনটি নতুন করোনা সংক্রমণের কথা জানায়। যার মধ্যে দুজন বিদেশ থেকে চিনে ফিরেছেন এবং একজন দেশের অভ্যন্তরেই করোনা সংক্রমণের শিকার হয়েছে বলে খবর।

গোটা দেশে এখনও চিকিত্সাধীন ৭২৩

গোটা দেশে এখনও চিকিত্সাধীন ৭২৩

এদিকে এখনও পর্যন্ত চিনে মোট ৪৬৩৩ জন করোনার থাবায় প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি সর্বশেষ তথ্য অনুসারে রবিবার পর্যন্ত গোটা চিনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮২,৮৩০। এর মধ্যে চিনের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ৭২৩ জন। পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭,৪৭৪ জন।

চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের পরিশ্রমেই এই সাফল্য

চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের পরিশ্রমেই এই সাফল্য

এদিকে এনএইচসির তথ্য অনুসারে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রায় ৮০ জন রোগী। পাশাপাশি তারা ইতিমধ্যেই উহানকে করোনা মুক্ত বলেও ঘোষণা করেছেন। চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই সাফল্য এসেছে বলে এদিন একটি সাংবাদিক বৈঠকে জানান এনএইচসি-র মুখপাত্র মি ফেং।

করোনা লকডাউন: ৩ মে-র পর স্বাভাবিক হতে পারে গ্রিন জোন, ইঙ্গিত প্রধানমন্ত্রীরকরোনা লকডাউন: ৩ মে-র পর স্বাভাবিক হতে পারে গ্রিন জোন, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

English summary
corona free chinas wuhan province and the last corona infected patient was released after treatment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X