For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কের আবহে বিশ্বে দানবীয় গ্রহাণু হানার সম্ভাবনা! কোন তথ্য উঠে আসছে

করোনা আতঙ্কের আবহে বিশ্ব দানবীয় গ্রহাণু হানার সম্ভাবনা! কোন তথ্য উঠে আসছে

  • |
Google Oneindia Bengali News

প্রায় ২ লাখেরও বেশি মানুষ এই মুহূর্তে বিশ্বজুড়ে আক্রান্ত করোনা ভাইরাস। মৃ্ত্যু মিছিল ক্রমাগত আতঙ্কের দিকে নিয়ে যাচ্ছে পরিস্থিতিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই মুহূর্তে রীতিমতো ত্রস্ত। এমন এক পরিস্থিতিতে বিশ্বের দিকে দানবীয় আস্ফালন নিয়ে তেড়ে আসছে অ্যাস্ট্রারয়েড বা গ্রহাণু। কবে , পৃথিবীর কাছ দিয়ে এই গ্রহাণুর আক্রমণের আশঙ্কা রয়েছে জেনে নেওয়া যাক।

 কবে আসবে গ্রহাণুর হানা?

কবে আসবে গ্রহাণুর হানা?

মনে করা হচ্ছে, আগামী ২৯ এপ্রিল দানবীয় পৃথিবীর দিকে আসতে চলেছে। যদিও ই গ্রহাণুর পথ আপাতত বলে দিচ্ছে যে , এর থেকে পৃথিবীর কোনও সমস্যা নেই। তবে মনে করা হচ্ছে যে এই গ্রহাণু গিরে গবেষণা বিশ্বের সামনে বড়সড় তথ্য এনে দিতে বাধ্য।

 কতটা আয়তন এই দানবীয় গ্রহাণুর?

কতটা আয়তন এই দানবীয় গ্রহাণুর?

জানা গিয়েছে, এই গ্রহাণুর আয়তন প্রায় এক মাইল। আগামী ২৮ এপ্রিল রোমে এই গ্রাহণু গতিবিধি বিনামূল্যে টেলিস্কোপের মাধ্যমে দেখানোর সিদ্ধান্তও গৃহিত হয়েছে। তবে করোনার জেরে সেই সিদ্ধান্ত বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

 কতটা দূরে এই গ্রহাণুর থাকার সম্ভবনা?

কতটা দূরে এই গ্রহাণুর থাকার সম্ভবনা?

জানা গিয়েছে,'1998 or2' নামের গ্রহাণু ৪ মিলিয়ন মাইল দূরত্বে থাকবে পৃথিবী থেকে। যে দূরত্ব চাঁদ আর পৃথিবীর দূরত্বের ১৬ গুণ বেশি। ফলে সেদিক থেকে ভয়াবহ কোনও আশঙ্কা নেই বিশ্বের। তবে করোন আতঙ্কে র মধ্যে দানবীয় গ্রহাণু ধেয়ে আসা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

English summary
Corona crisis, Potentially Hazardous Asteroid 1998 OR2 to Pass The Earth on April 28
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X