For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউইয়র্কে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র: আটক ৪

নিউইয়র্কে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র: আটক ৪

  • By Bbc Bengali

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক কিশোরসহ চারজনকে আটক করা হয়েছে একটি মুসলিম কমিউনিটির বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগে।

মুসলিমদের একটি ছোট গোষ্ঠী বা কমিউনিটির বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ওই তিন ব্যক্তি ও এক কিশোরের বিরুদ্ধে।

একই সাথে তাদের বিরুদ্ধে হাতবোমা ও অস্ত্রশস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে ও বলা হচ্ছে ইসলামবার্গ সম্প্রদায়ের ওপর হামলার ষড়যন্ত্র করছিলেন তারা।

এই সম্প্রদায়টি আশির দশকে পাকিস্তানী একজন ধর্মীয় নেতা প্রতিষ্ঠা করেছিলেন।

এই ইসলামবার্গ গোষ্ঠীকে নিয়ে অনেকদিন ধরেই নানা কথা বলা হচ্ছিলো যে এটা আসলে 'সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্প'।

আটক তিন ব্যক্তিকে বুধবার আদালতে তোলার কথা রয়েছে।

ইসলামবার্গ কমিউনিটি প্রতিষ্ঠা করেছিলেন পাকিস্তানী একজন ধর্মীয় নেতা
BBC
ইসলামবার্গ কমিউনিটি প্রতিষ্ঠা করেছিলেন পাকিস্তানী একজন ধর্মীয় নেতা

তদন্তকারীরা বলছেন আটক কিশোরের বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে এবং আরও অন্তত ২৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে।

নিউইয়র্ক রাজ্যে গ্রীস শহরের পুলিশ প্রধান বলছে ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলে এ বিষয়ে কথা বলার সময় অন্যরা শুনে ফেলে এবং তার ভিত্তিতেই পরে তদন্ত শুরু হয়।

ইসলামবার্গ কমিউনিটি বিংহ্যামটন শহরের কাছে ক্যাটস্কিল পর্বতের পশ্চিমে বসবাস করে।

মূলত আফ্রিকান-আমেরিকান একটি গ্রুপ নিউইয়র্ক থেকে সরে সেখানে বসতি গড়ে।

এর আগে ২০১৭ সালে এই সম্প্রদায়ের একটি মসজিদ পুড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে একজনকে কারাদণ্ড দিয়েছিলো আদালত।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

বাংলাদেশি নারী নাজমুন নাহারের আফ্রিকা দর্শন

'যৌন প্রস্তাবে রাজী না হওয়ায় তিনদিন খেতে দেয়নি'

কবুতরের সংস্পর্শে রোগ হতে পারে মানুষের শরীরে?

English summary
conspiracy against muslim in newyork, 4 arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X