কনজারভেটিভেই আস্থা রাখল ব্রিটেন, দ্বিতীয়বার মসনদে ডেভিড ক্যামেরন
লন্ডন, ৮ মে : ফের একবার কনজারভেটিভদের উপরই আস্থা রাখলেন ব্রিটিশরা। আর সেই সুবাদে পের একবার গ্রেট ব্রিটেনের মসনদে বসতে চলেছেন কনজারভেটিভ দলের নেতা ডেভিড ক্যামেরন।
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ক্যামেরনের দল হাউস অব কমন্স-এর ৬৫০ টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসন পেয়ে গিয়েছে। আজই বাকিংহাম প্রাসাদে গিয়ে রানি ভিক্টোরিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ডেভিড ক্যামেরন এবং তারপর ডাউনিং স্ট্রিটে ফিরে আসবেন।

জেতার পরে ডেভিড ক্যামেরন জানিয়েছেন, ১৯৯২ সালের জয় অসাধারণ ছিল। এরপর ২০১০ সালে জিতে লেবার পার্টিকে গদিচ্যুত করে কনজারভেটিভদের ফেরত আনা স্বপ্নের মতো ছিল। তবে এবারের জয় সবচেয়ে সুমধুর বলেও বর্ণনা করেন ক্যামেরন। একইসঙ্গে জানান, সবার জন্য সমানভাবে সুশাসন বজায় রাখার জন্য তাঁরা চেষ্টা করবেন।
এবারের নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে স্কটল্যান্ডের দল এসএনপি (স্কটিশ ন্যাশনাল পার্টি)। ব্রিটেনে ক্ষমতায় বসতে গেলে কোনও দল বা জোটকে ৩২৬টি আসন পেতে হয়। ফলে কনজারভেটিভদের দলের যা আসন রয়েছে তাতে গদিতে বসতে কোনও অসুবিধা হবে না।