For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস মহামারী, দল চালাচ্ছে জাল গান্ধীরা, তোপ নরেন্দ্র মোদীর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী
দাবণগেরে (কর্নাটক), ১৮ ফেব্রুয়ারি: কংগ্রেস হল মহামারী। দুর্নীতি আর কংগ্রেস সমার্থক। যেখানে কংগ্রেস থাকবে, সেখানে দুর্নীতি থাকবে। যেখানে দুর্নীতি থাকবে, চোখ বুজে বলা যাবে সেখানে কংগ্রেস রয়েছে। ছোট্ট শহর দাবণগেরেতে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এ কথা বললেন নরেন্দ্র মোদী।

বয়লুসীমে কর্নাটকের ছোট্ট শহরে মঙ্গলবার নরেন্দ্র মোদীর সভা ঘিরে বিপুল ভিড় হয়েছিল। রাজ্য বিজেপি-র হিসাব অনুসারে, আড়াই লাখ লোক হয়েছিল। ভাষণ দিতে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেছেন, "এক সময় কংগ্রেসের মাথায় ছিলেন মহাত্মা গান্ধী। জাল গান্ধীরা যেই দিন থেকে দলের লাগাম হাতে নিয়েছে, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। এখন কংগ্রেস একটা মহামারী। দুর্নীতি আর কংগ্রেস সমার্থক।"

"কংগ্রেসের কাছে দেশটা মৌচাক, যত খুশি মধু খাও"

কংগ্রেস কীভাবে মানুষে-মানুষে বিভেদ ঘটায়, তা বলতে গিয়ে তিনি তেলেঙ্গানার উদাহরণ টেনেছেন। বলেছেন, কংগ্রেস গায়ের জোরে অন্ধ্রকে ভাগ করতে চেষ্টা করেছে। তাই এই সঙ্কট। সোনিয়া, রাহুল গান্ধী ভোটের প্রচারে দক্ষিণ ভারতে আসছেন। কিন্তু, অন্ধ্রপ্রদেশকে এড়িয়ে যাচ্ছেন। অথচ সেখানকার লোককে একটুও সান্ত্বনা দিচ্ছেন না। গণতন্ত্রে মানুষের মতামত প্রাধান্য পায়। কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই অন্ধ্রের মানুষের মতামতের গুরুত্ব ওদের কাছে নেই। গণতন্ত্রে বিশ্বাস করবে কী, দলেই তো গণতন্ত্র নেই। একটা পরিবার দলটাকে চালাচ্ছে।

কর্নাটকেও কংগ্রেস ক্ষমতায় এসে রাজ্যের সর্বনাশ করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেছেন, "এখন এ রাজ্যের তুলো আর আখচাষীরা ফসলের দাম পান না। ক্ষতির বোঝা মাথায় নিয়ে তাদের আত্মঘাতী হতে হয়। অথচ বিজেপি আমলে এমন অবস্থা ছিল না। লোকসভা ভোটে তাই আপনাদের বার্তা দিতে হবে। কর্নাটক থেকে জেতাতে হবে বিজেপি প্রার্থীদের।" তাঁর আরও খোঁচা, কংগ্রেস নেতারা দেশটাকে মৌচাক মনে করে। যত খুশি মধু খাও। আর বিজেপি দেশকে 'মা' বলে। দেশমাতাকে বাঁচাতে এক্ষুণি কংগ্রেসকে বিদেয় করা দরকার।

এদিকে, নরেন্দ্র মোদীর সভাগুলি বাবদ কর দাবি করে বিতর্কে জড়াল কেন্দ্র। বিজেপি নেতা অরুণ জেটলি বলেছেন, ১২ ফেব্রুয়ারি ইস্যু করা একটি চিঠি পাঠিয়ে ওই কর দাবি করা হয়েছে। এর জেরে ভোটের মুখে আক্রমণ জোরদার করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। কংগ্রেস অবশ্য এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি।

English summary
Congress is an epidemic, run by fake Gandhis, Modi sharpens attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X