For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখে নেই মাস্ক, শিকেয় কোভিড বিধি! ট্রায়াল আনলকের নৈশ্য পার্টিতে বাঁধভাঙা ভিড় লিভারপুলে

ট্রায়াল আনলক লিভারপুল প্রশাসনের, শুরুতেই ধরা পড়ল কোভিডিবিধি লঙ্ঘনের চিত্র!

  • |
Google Oneindia Bengali News

কোভিডের তান্ডবে যখন কাঁপছে ভারত, একইসময়ে কিছুটা হলেও করোনা ত্রাস কমেছে ইংল্যান্ডে। ফলে সমাজকে পুরনো চেনা ছন্দে ফেরানোর কাজ শুরু করেছে প্রশাসন। 'আনলক' প্রক্রিয়ার অংশ হিসেবেই লিভারপুলে নতুন করে জনসমাগমের ছাড়পত্র দেয় সরকার। শুরু করা হয় ট্রায়াল আনলক। যদিও তাতে যেরকম চিত্র ধরা পড়ে, তাতে শঙ্কিত সারা বিশ্ব। লকডাউন তুলে নেওয়ার পর এহেন লাগামছাড়া ও বেপরোয়া জীবনযাপন করলে যে কোভিডের দাপট ফিরবে আবার, তা আগাম জানিয়ে রাখছেন গবেষকরা।

ফুর্তিবাজদের ভিড়ে শিকেয় উঠেছে কোভিডিবিধি!

ফুর্তিবাজদের ভিড়ে শিকেয় উঠেছে কোভিডিবিধি!

ইংল্যান্ড জুড়ে কিছুটা হলেও নেমেছে করোনার গ্রাফ। আর তাতেই পরীক্ষামূলকভাবে জনসমাগমের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুক্রবার এমনই জমায়েতের চিত্র ধরা পড়ল লিভারপুলে। চলছে প্রবল স্বরে সঙ্গীত, সঙ্গে উদ্দাম নৃত্য! নেই শারীরিক দূরত্ব, মুখে অমিল মাস্ক। এভাবেই লিভারপুলের নাইটক্লাবে 'পার্টি' করলেন ১৮-২০ বছর বয়সী প্রায় ৩,০০০ যুবক-যুবতী।

 ট্রায়ালে সামান্য গলদে হতে পারে মারাত্মক ক্ষতি

ট্রায়ালে সামান্য গলদে হতে পারে মারাত্মক ক্ষতি

সরকারি ট্রায়ালের অংশ হিসেবে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমের শহর লিভারপুলকে বেছে নেওয়া হয়। ট্রায়ালে যোগদানের নিয়ম হিসেবে পার্টিতে প্রবেশের একদিনের মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে। এহেন সরকারি পদক্ষেপের আওতায় সম্প্রতি আবার লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে প্রায় ৮,০০০ দর্শক নিয়ে একটি ফুটবল কাপ ফাইনালও আয়োজিত হয়।

 ইংল্যান্ডে ১২ই এপ্রিল থেকেই খোলা পাব-রেস্তোরাঁ

ইংল্যান্ডে ১২ই এপ্রিল থেকেই খোলা পাব-রেস্তোরাঁ

আস্তে আস্তে স্বাভাবিক জনজীবনে ফিরছে ইংল্যান্ড। গত ১২ই এপ্রিল থেকেই খোলা পাব ও রেস্তোরাঁগুলি। ১৭ই মে থেকে আরও কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে খবর। তার আগে এহেন গবেষণা যে বেশ গুরুত্বপূর্ণ, তা মেনে নিচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এহেন জনসমাবেশে খতিয়ে দেখা হবে যে শারীরিক দূরত্ব কীভাবে বজায় রাখছেন নাগরিকরা। পাশাপাশি বদ্ধ স্থানে সংক্রমণের সম্ভাবনা কতটা প্রবল, তাও দেখবেন গবেষকরা।

দেশে দৈনিক করোনা সংক্রমণে নতুন রেকর্ড, একদিনে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়ালদেশে দৈনিক করোনা সংক্রমণে নতুন রেকর্ড, একদিনে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়াল

 জুনেই লকডাউন সম্পূর্ণ তুলে নেওয়ার ভাবনা

জুনেই লকডাউন সম্পূর্ণ তুলে নেওয়ার ভাবনা

বিশ্বের দেশগুলির মধ্যে সর্বপ্রথম জরুরিভিত্তিতে ভ্যাকসিন সংস্থাকে ছাড়পত্র দেয় ব্রিটিশ সরকার। ইতিমধ্যেই মারা গেছেন প্রায় ১,২৭,০০০ ব্রিটিশ নাগরিক। বর্তমান পরিস্থিতি বিচার করে আগামী জুনের মধ্যেই সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে লকডাউন, ইঙ্গিত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের। যদিও কোভিডের সম্পূর্ণ আতঙ্ক কাটার আগেই এহেন পদক্ষেপের প্রয়োজনীয়তা কতটা, সে বিষয়ে সন্দিহান অনেকেই।

প্রতীকী ছবি

English summary
Trial unlock by Liverpool administration, images was seen of the violation of the Covid rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X