For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসম বন্যা পরিস্থিতি দেখে চিন্তিত রাষ্ট্রপুঞ্জ, পাশে দাঁড়ানোর আশ্বাস ভারত সরকারকে

অসম বন্যা পরিস্থিতি দেখে চিন্তিত রাষ্ট্রপুঞ্জ, পাশে দাঁড়ানোর আশ্বাস ভারত সরকারকে

Google Oneindia Bengali News

অসমে বিধ্বংসী বন্যা পরিস্থিতিতে ভারত সরকারের পাশে দাঁড়াতে চায় রাষ্ট্রপুঞ্জ। বর্ষার ভারী বৃষ্টিতে অসমের একাধিক এলাকা প্লাবিত এবং যার জন্য মারা গিয়েছেন একশোরও বেশি জন।

‌বন্যা পরিস্থিতি দেখে চিন্তিত রাষ্ট্রপুঞ্জ

‌বন্যা পরিস্থিতি দেখে চিন্তিত রাষ্ট্রপুঞ্জ

সোমবার প্রতিদিনের বুলেটিনে মুখপাত্র হিসাবে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল বলেন, ‘‌আমাদের মানবিক সহকর্মীরা জানিয়েছেন যে বর্ষার ভারী বৃষ্টির দরুণ বন্যার কারণে ভারতের অসম ও প্রতিবেশী দেশ নেপালে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ১৮৯ জন নিহত হয়েছেন। যদি প্রয়োজন হয় তবে ভারত সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে রাষ্ট্রপুঞ্জ।'‌

ব্যহত হচ্ছে উদ্ধারকাজ নেপালে

ব্যহত হচ্ছে উদ্ধারকাজ নেপালে

তিনি জানান যে নেপাল কর্তৃপক্ষ নদীর ধারে বসবাসকারী মানুষদের সরে যেতে ও নীচু এলাকা ছেড়ে উঁচু ও নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। কারণ বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে বলা হয়, ‘‌সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রত্যন্ত এলাকায় ভূমিধ্বংসের কারণে অনুসন্ধান ও উদ্ধার কাজের প্রচেষ্টা ব্যহত হচ্ছে।'‌

নেপালকে সহায়তা করবে রাষ্ট্রপুঞ্জ

নেপালকে সহায়তা করবে রাষ্ট্রপুঞ্জ

রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র বলেন, ‘‌ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) প্রভাবিত সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে, বর্তমানে হেলিকপ্টারগুলি একমাত্র কার্যকর বিকল্প। আমরা নেপালের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীকে অতিরিক্ত মানবিক সহায়তা প্রদানের জন্য অবশ্যই প্রস্তুত রয়েছি।'‌

অসম বন্যা পরিস্থিতি

অসম বন্যা পরিস্থিতি

অসমের রাজ্য পিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে যে রাজ্যে বন্যার প্রভাব পড়েছে ২৪টি জেলার ২৪.‌৩ লক্ষ মানুষের ওপর। এ বছর বন্যায় ও ভূমিধ্বসে মোটামুটি প্রাণ হারিয়েছেন ১১১ জন গোটা রাজ্য জুড়ে, যার মধ্যে ৮৫ জন বন্যার সঙ্গে জড়িত ঘটনায় মারা গিয়েছিলেন এবং ২৬ জন ভূমিধ্বসের কারণে মারা গিয়েছেন।

দক্ষিণ চিন সাগরে চিনকে কূটনৈতিক 'সাঁড়াশি আক্রমণ' ভারত সহ একাধিক দেশের! আগ্রাসন-করোনা যোগের জল্পনাদক্ষিণ চিন সাগরে চিনকে কূটনৈতিক 'সাঁড়াশি আক্রমণ' ভারত সহ একাধিক দেশের! আগ্রাসন-করোনা যোগের জল্পনা

English summary
The United Nations is ready to assist the Government of India in the assam flood situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X