For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস: যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করছে বাংলাদেশ

  • By Bbc Bengali

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়ানোর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, "লন্ডন থেকে যারা আসবে তাদেরকে কোয়ারেন্টিনে যেতে হবে"।

"লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও (রিপোর্ট) নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পলসারি ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রধানমন্ত্রী আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।"

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার জন্য দুইটি স্থান ঢাকার দিয়াবাড়ি ও হজ ক্যাম্পে কোয়ারেন্টিনের ব্যবস্থা রয়েছে। এ দুইটি স্থানে ২,০৫০ জনের থাকার ব্যবস্থা আছে।

কিন্তু যাত্রী তার চেয়ে বেশি হলে কোয়ারেন্টিনের জন্য সরকার কয়েকটি হোটেলের সাথে আলোচনা করছে বলে জানিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন "লন্ডন থেকে যারা আসবেন তাদের দুটো বিকল্প দেওয়া হবে। দিয়াবাড়ি আর হজ ক্যাম্পে সরকারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন অথবা হোটেলে নিজস্ব খরচে কোয়ারেন্টিন"।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান "যারা 'ওয়েল অফ' আছেন তারা নিজ খরচে হোটেলে থাকতে পারেন। সেক্ষেত্রে হোটেলগুলো খালি করতে হবে"।

লন্ডন থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে কবে থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা আজ সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

ভাসানচরের পথে রোহিঙ্গা শরণার্থীদের দ্বিতীয় দল

বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে চীনের কোটিপতি গেম নির্মাতাকে

সংবাদ দুনিয়ায় আলোড়ন ফেলে যেভাবে যাত্রা শুরু সিএনএন-এর

English summary
যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X