For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কক্সবাজারে বাড়িতে ঢুকে ছিনতাই, এসআইসহ তিনজন পুলিশ গ্রেপ্তার

কক্সবাজারে বাড়িতে ঢুকে ছিনতাই, এসআইসহ তিনজন পুলিশ গ্রেপ্তার

  • By Bbc Bengali

পুলিশ
Getty Images
পুলিশ

কক্সবাজারে বাসায় ঢুকে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই করার অভিযোগে একজন উপ-পরিদর্শক (এসআই) তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, একজন উপ-পরিদর্শক ও দুই কনস্টেবলের বিরুদ্ধে ওই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গ্রেপ্তার পুলিশ সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

কক্সবাজার থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, সোমবার বিকালে কক্সবাজার পৌরসভার মধ্যম কুতুবদিয়াপাড়ার একজন বাসিন্দা রোজিনা খাতুনের তিন লাখ টাকা ছিনতাই হয়।

এজাহারে উল্লেখ করা হয়, কয়েকজন ব্যক্তি সাদা পোশাকে একটি সিএনজি নিয়ে এসে ঘরে ঢুকে পিস্তল দেখিয়ে ওই টাকা ছিনতাই করেন।

সেই সময় স্থানীয়দের সহযোগিতায় একজন পুলিশ সদস্যকে আটক করা হয়। তারা ৯৯৯ নম্বরে ফোন করে কক্সবাজার পুলিশকে জানান। পরবর্তীতে রাতে ঘটনার সাথে জড়িত আরও দুইজন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এরা সবাই কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আরও পড়ুন:

কক্সবাজার জেলার ১,৪০০ পুলিশ সদস্য বদলি, আসছে নতুন সেট

কাবিননামা না থাকায় কক্সবাজারে পুলিশের হাতে দম্পতি হেনস্তা

কক্সবাজারে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহলের কারণ কী?

মোঃ রফিকুল ইসলাম বলছেন, ''এই ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন ভুক্তভোগী। সেই মামলায় তিনজন পুলিশ সদস্যকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।''

''অপরাধী যেই হোক, আইনের চোখে সমান। পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা ব্যবস্থা নিয়েছি,'' তিনি বলছেন।

গত বছর মেরিন ড্রাইভ রোডে পুলিশের গুলিতে একজন সাবেক সেনা সদস্য নিহত হওয়ার পর কক্সবাজার পুলিশে ব্যাপক পরিবর্তন আনা হয়।

জেলার সকল পুলিশ সদস্যকে তখন বদলি করে নতুন পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছিল।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

বিএনপির অভিযোগ যেখানেই তাদের সমাবেশ, সেখানেই পরিবহন বন্ধ

ইথিওপিয়ায় সেনাবাহিনীর হাতে আটক বিবিসির সংবাদদাতা

অনিয়ম নিয়ে কথা বলে সিইসি'র তোপের মুখে কমিশনার মাহবুব

সুইস ব্যাংকের প্রতি বিত্তশালীদের যে কারণে এত আগ্রহ

English summary
Cocks Bazar theft arrested 3
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X