For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাকিস্তানের খেলা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত! উত্তেজনা ব্রিটেনে

গত ২৮ অগাস্ট এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা। আর সেদিন ভারতের কাছে বড়সড় ধাক্কা খায় পাকিস্তান। বোলিংয়ের কাছে দাঁড়াতেই পারিনি পাকিস্তানের ক্রিকেটাররা। হার হয় পাকিস্তানের। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত

  • |
Google Oneindia Bengali News

গত ২৮ অগাস্ট এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা। আর সেদিন ভারতের কাছে বড়সড় ধাক্কা খায় পাকিস্তান। বোলিংয়ের কাছে দাঁড়াতেই পারিনি পাকিস্তানের ক্রিকেটাররা। হার হয় পাকিস্তানের। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় লন্ডনের কাছে লেস্টার নামে একটি শহরে।

আর এই ঘটনা হঠাত করেই ঘটে। আগে থেকে কেউ আঁচ করতে পারিনি যে এমন ঘটতে পারে। যদিও ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ব্যাপক সংঘাত বেঁধে যায়

ব্যাপক সংঘাত বেঁধে যায়

হঠাত করেই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক সংঘাত বেঁধে যায়। এমনকি লাগাতার বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। এমনকি পুলিশ বাধা দিলেও তাঁদের লক্ষ্য করে বোতল বৃষ্টি শুরু হয়। একেবারে লাঠি হাতে বিভিন্ন জায়গাতে হামলা হয় বলেও জানা যায়। বেশ কিছু সম্পত্তি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। তবে এই ঘটনা=র সঙ্গে যারা জড়িত ঘটনার সময় সবাই কালো রঙয়ের মাস্ক পড়ে ছিলেন। হুডি দিয়ে চেহারা ঢাকা ছিল বলেও জানাচ্ছে সে দেশের পুলিশ আধিকারিকরা। কিন্তু এরপরেই এই ঘটনায় ধরপাকড় শুরু হয়েছে। ঘটনায় ২৭ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

যুক্ত ছিলেন একাধিক ক্রিকেট ভক্ত

যুক্ত ছিলেন একাধিক ক্রিকেট ভক্ত

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনায় যুক্ত ছিলেন একাধিক ক্রিকেট ভক্ত। এশিয়া কাপ ক্রিকেটে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পর পরিবেশটা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে ক্রিকেট ভক্তরা। আর তা নিয়েই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘাত তৈরি হয়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। তবে ঘটনার পর বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে

তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে

একেবারে বিশাল সংখ্যাউ ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার পর পুলিশকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। সন্দেহজনক হলেই জেরা করা হচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থা জারি থাকবে বলে জানা যাচ্ছে। তবে ঘটনার পর থেকে স্থানীয় মানুষ এখনও আতঙ্কিত। এখন যা কিছু হয়েছে তা গত কয়েক সপ্তাহ ধরে তৈরি হওয়া উত্তেজনার কারণে। তবে ঘটনা প্রসঙ্গে লেস্টারের স্থানীয় পুলিশ জানাচ্ছে, ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি ঘটনা পুলিশকে রিপোর্ট করা হয়েছে এবং তদন্তাধীন রয়েছে। একটি ভিডিও ভাইরাল হিয়েছে। সেই বিষয়েও পুলিশ ওয়াকিবহাল বলেও জানা যাচ্ছে। পুরো বিষয়টির তদন্ত চলছে বলেও স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

তীব্র নিন্দা করেছে লন্ডনের ভারতীয় দূতাবাস।

তীব্র নিন্দা করেছে লন্ডনের ভারতীয় দূতাবাস।

ভারতীয় নাগরিকদের উপর উদ্দেশ্যপ্রণোদিত এই আক্রমণের তীব্র নিন্দা করেছে লন্ডনের ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, আমরা ভারতীয় নাগরিকদের উপর লেস্টারে হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা করছি। বিষয়টি ভারতের নজরে রয়েছে বলেও খবর।

English summary
Clash in Leicester in UK, 15 arrested there after temple vandalised
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X