For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট কেটে বার করতে হল সিগারেট লাইটার! কোথায় ঘটল এমন ঘটনা

এমন ঘটনা স্বাভাবিকভাবেই হতবাক করার মতো। বছর খানেক আগে ঘটে যাওয়া এই ঘটনা সম্প্রতি এক মেডিক্যাল জার্নালে ঠাঁই পেয়েছে। আর সেই খবর এখন ভাইরাল।

Google Oneindia Bengali News

প্রবল পেটের যন্ত্রণায় কাবু এক ব্যক্তি। আর শেষমেশ পেট কেটে যা বের হল তাতে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। কারণ, পেট থেকে বের হল আস্ত একটা সিগারেট লাইটার। সম্প্রতি সামনে এসেছে এই ঘটনা।

 পেট কেটে বার করতে হল সিগারেট লাইটার! কোথায় ঘটল এমন ঘটনা

জানা গিয়েছে, আমেরিকার ফ্লোরিডায় বছর উনপঞ্চাশের এক ব্যক্তি ২০১৬ সালের অক্টোবরে পেটব্যাথা, বমি এবং গা-গোলানোর উপসর্গ নিয়ে চিকিৎসকদের দ্বারস্থ হন। তাঁর শারীরিক অবস্থাই এতটাই শোচনীয় ছিল যে তাঁকে জরুরি বিভাগে ভর্তি করতে হয়েছিল। এক্স-রে করে দেখা যায় ওই ব্যক্তির পেটের ভিতরে একটি লম্বাটে জিনিস ঢুকে আছে। যার আকারটা অনেকটা সিগারেটের লাইটারের সঙ্গে মিলে যায়। চলতি বছরেরই সামনে এসেছে এক মেডিক্যাল জার্নাল রিপোর্ট। 'কেস রিপোর্ট ইন এমার্জেন্সি মেডিসিন'-- নামে এই মেডিক্যাল জার্নালেই লেখা হয়েছে এই ব্যক্তির কথা।

ওই ব্যক্তির চিকিৎসা করেছিলেন ইউনিভার্সিট অফ ফ্লোরিডা কলেজ অফ মেডিসিনের চিকিৎসক অসীম শুজা। তিনি ওই জার্নালের রিপোর্টে লিখেছেন, পেটের ভিতরে থাকা 'ফরেন বডি পার্ট'-এর জেরে ব্যক্তিটির আলসার হয়ে গিয়েছিল। দেখা যায় পেটের ভিতরে থাকা লম্বাটে ওই জিনিসটি থেকে সমানে তরল জাতীয় কিছু পদার্থ বেরিয়ে আসছিল, যা পাকস্থলীতে ঘা তৈরি করছিল।

 পেট কেটে বার করতে হল সিগারেট লাইটার! কোথায় ঘটল এমন ঘটনা

পরে ক্যামেরার মাধ্যমে পরীক্ষা-নিরিক্ষা চালিয়ে চিকিৎসকরা নিশ্চিত হন পাকস্থলীতে থাকা লম্বাটে জিনিসটি আসলে লাইটার। শেষমেশ এন্ডস্কোপ নামক একটি যন্ত্রকে মুখের ভিতর দিয়ে পাকস্থলীতে পাঠানো হয়। ওই যন্ত্রের সাহায্যেই বের করে আনা হয় ৫ মিলিমিটার লম্বা লাইটারটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তিটি কোনও এক সময়ে লাইটারটি গিলে ফেলেছিলেন। সেই থেকে তা পাকস্থলীতেই জমেছিল। মেডিক্যাল লিটারেচারের মতে এটা ছিল বিশ্বের তিন নম্বর ঘটনা। তবে, আমেরিকার বুকে এই ধরনের ঘটনা প্রথম ঘটেছিল বলে রিপোর্টটিতে দাবি করা হয়েছে।

এই মেডিক্যাল জার্নাল রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, লাইটারটি থেকে টক্সিক জাতীয় তরল বের হচ্ছিল। যার জন্য পাকস্থলীতে আলসার তৈরি হয়। এই টক্সিক জাতীয় তরলের মধ্যে ন্যাপথা, বেঞ্জিন, বুটানে, ল্যাকোলেনে, প্রোপানে-এর মতো ভয়ঙ্কর রাসায়নিক। রিপোর্টে বলা হয়েছে, সিগারেচ লাইটের আকৃতি সাধারণত পেটের মধ্যে থাকার মতো হয় না এবং লাইটার থেকে রাসায়নিক লিক করাটাও স্বাভাবিক ঘটনা। কিন্তু, পেটের মধ্যে এই ঘটনা শরীরের পক্ষে ভয়ঙ্কর বলেই রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও, চিকিৎসক অসীম শুজার দাবি, ফরেন বডি পার্ট থেকে আলসার হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু, ইলেক্ট্রনিক লাইটার হলে তার মধ্যে ব্যাটারি থাকে। সেখান থেকেও নানা ধরনের অ্যাসিড লিক করারও আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

ওই ব্যক্তি গত এক বছর ধরে সুস্থই আছেন বলে জানা গিয়েছে। কিন্তু, কী ভাবে ওই ব্যক্তি সিগারেট লাইটারটিকে উদরাস্ত করেছিলেন তা জানা যায়নি।

English summary
One Florida man's stomach pain turned out to have an unusual cause: A lighter that the man had swallowed was leaking lighter fluid into his gut, according to a recent report of the man's case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X