For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহামারীর মধ্যেও মহাকাশে ইতিহাস গড়ল চিন, লালগ্রহের মাটি ছুঁল জুরং রোভার

মহামারীর মধ্যেও মহাকাশে ইতিহাস গড়ল চিন, লালগ্রহের মাটি ছুঁল জুরং রোভার

Google Oneindia Bengali News

করোনা মহামারীর মধ্যেও মহাকাশে বড় সাফল্য পেল চিন। শনিবার রাতে মঙ্গলের মাটিতে অবতরণ করল চিনের জুরং রোভার। এর প্রকার ইতিহাস গড়ল বেজিং। আর চিনের এই সাফল্য মঙ্গলের বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে এক সারিতে বসিয়ে দিল।

চিনের মঙ্গল অভিযান

চিনের মঙ্গল অভিযান

গত বছরের শুরু থেকেই মঙ্গলের কক্ষপতে ঘুরছিল চিনের মঙ্গলযান তিয়ানএয়েন-১। তারমধ্যেই যত্নে রাখা ছিল জুরং রোভার। এই জুরুং রোভারই গতকাল গভীর রাতে মঙ্গলের মাটিতে অবতরণ করে। করোনা মহামারীর সঙ্গে যুদ্ধ বজায় রেখেই মহাকাশে ইতিহাস গড়লেন চিনের বিজ্ঞানীরা। সাত মিনিটের রুদ্ধশ্বাস ল্যান্ডিং সফল হয়েছে বলে বেজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তিয়ানওয়েন-১ থেকে বিশেষ প্যারাশ্যুটে জুরং রোভারটি মঙ্গলের মাটিতে অবতরণ করে।

মঙ্গলের মাটিতে গবেষণা

মঙ্গলের মাটিতে গবেষণা

গত কয়েক বছর ধরেই এই মঙ্গল অভিযান নিয়ে তৎপর ছিল বেজিং। জুরংয়ের এই অবতরণ মঙ্গল গবেষণায় বড় সাফল্য আনবে বলে মনে করছেন চিনের মহাকাশ বিজ্ঞানীরা। ৯০টি মঙ্গল দিবস ঘুরে বেড়াবে জুরং। মঙ্গল থেকে একাধিক নমুনা সংগ্রহ করবে রোভারটি। মঙ্গলের জলের অস্তিত্বের সন্ধান চালাবে। খুঁজে দেখবে বরফ। মঙ্গলের আবহাওয়া থেকে শুরু করে পৃষ্ট কেমন তার গঠন সব কিছু খুঁটি নাটি তথ্য সংগ্রহ করে আনবে এই জুরং রোভার।

অঙ্ক কষে অভিযান

অঙ্ক কষে অভিযান

গত বছরের ফেব্রুয়ারি মাস অর্থাৎ ২০২০ সাল থেকে মঙ্গলের কক্ষ পথে ঘুরছিল তিয়ানওয়েন-১। মঙ্গলযানের এই ঘুরপাক খাওয়ার মধ্যে গভীর অঙ্ক কষা হয়েছিল। একই সময়ে আমেরিকা এবং আরমআমিরশাহীর দুইমঙ্গল যান সেখানে পৌঁছয় তাঁরা আগেই মঙ্গলের মাটি ছুয়ে গবেষণা শুরু করেছেন কিন্তু তিয়ানওয়ানের অঙ্ক অন্যভাবে কষা হয়েছে। কোনওরকম দুর্ঘটনা এড়ালে সুকৌশল নিপুন উপায়েই রোভারটি নির্দিষ্ট সময়ে আলাদা হয়ে মঙ্গলের মাটিতে সাফল্যের সঙ্গে অবতরণ করে।

 মহামারী বিপর্যস্ত দেশ

মহামারী বিপর্যস্ত দেশ

গতবছরে চিন থেকে করোনা ভাইরাস ছড়াতে শুরু করেছিল। সেটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মহামারী আকারে। তার রেশ এখনও যায়নি গোটা বিশ্ব থেকে। কিন্তু তার মধ্যেও মহাকাশ গবেষণা চালিয়ে গিয়েছে চিন। মহামারী ছড়ানোর গোটা বিশ্বে প্রায় এক ঘরে হয়ে পড়েছে তারা।

English summary
Chinese Zhurong Rover touched Mars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X