For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনাদের ভারতে এসে গণতন্ত্রের পাঠ নেওয়া উচিত, বললেন দলাই লামা

পাশাপাশি তিনি বলেন ‘কিছুদিন আগে চিনের কিছু শিক্ষার্থী আমার কাছে কিছু বিষয়ের পাঠ নিতে আসে। আমার সঙ্গে পরিচয়ের আগে তারা আমাকে গোঁড়া, আধ্যাত্মিক ও ধর্মভীরু মানুষ হিসাবেই মনে করেছিল।

  • |
Google Oneindia Bengali News

পাশাপাশি তিনি বলেন 'কিছুদিন আগে চিনের কিছু শিক্ষার্থী আমার কাছে কিছু বিষয়ের পাঠ নিতে আসে। আমার সঙ্গে পরিচয়ের আগে তারা আমাকে গোঁড়া, আধ্যাত্মিক ও ধর্মভীরু মানুষ হিসাবেই মনে করেছিল। যদিও পরিচয়পর্ব অল্প-দূর এগোনোর পরই তাদের সেই ধারণা ভেঙে যায়।'

চিনাদের ভারতে এসে গণতন্ত্রের পাঠ নেওয়া উচিত, বললেন দলাই লামা

চিনের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটের কথা মাথায় রেখে এদিন দলাই লামা বলেন ' আমি মনে করি প্রতিটি চিনা শিক্ষার্থীর ভারতে এসে গণতন্ত্রের প্রকৃত পাঠ নেওয়া উচিত। তাদের দেখা উচিত একটি স্বাধীন দেশে গণতন্ত্রের সংজ্ঞা কেমন হতে পারে।'

অন্যদিকে ভারতের বর্তমানের ধর্মীয় অসিহিষ্ণুতার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন 'কিছু মানুষের জন্য আমরা ভারতের ধর্মনিরপেক্ষ সত্ত্বাকে আমরা অস্বীকার করতে পারিনা। সর্ব ধর্ম সমন্বয়ের শিক্ষা সাডা় বিশ্বকে আসলে ভারত শিখিয়েছে।'

একই সাথে ভারত-চিন প্রসঙ্গে এই প্রবীণ তিব্বতী ধর্মগুরুকে প্রশ্ন করা হলে সুকৌশলে তিনি বলেন 'ভারত ও চিন দুটোই বৃহৎ জনজাতির দেশ। নিজেদের অর্থনীতির স্বার্থেই দুটি রাষ্ট্রের একে অপরের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে।' একই সঙ্গে ভারত-পাকিস্তান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পাক প্রধানমন্ত্রীকে 'আবেগী' বলেও সম্বোধন করেন তিনি।

কিছুদিন আগে জাতি সংঘের সাধারণ পরিষদের মঞ্চে ইমরান খানের বক্তব্য খুবই আবেগপ্রবণ ছিল বলে মনে করেন তিনি। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় অত্যন্ত যুগোপযোগী বক্তব্য রেখেছেন বলেও মত তার। এই বিষয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন 'নিজেদের স্বার্থেই অন্য যে কোনও দেশের থেকে ভারতকে পাকিস্তানের বেশি প্রয়োজন।'

English summary
Chinese students should come to India to study democracy practiced here : Dalai Lama
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X