For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রক্তাক্ত যুদ্ধ'-এর হুঙ্কার চিনের প্রেসিডেন্ট জিংপিং-এর গলায় , আরও যা বললেন তিনি

দেশের ১৩ তম ন্যাশনাল পিপলস কংগ্রেসের সভায় এদিন জাতীয়তাবোধের চরম সীমায় পৌঁছে চিনের প্রেসিডেন্ট জি জিংপিং কার্যত রণ হুঙ্কার দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

দেশের ১৩ তম ন্যাশনাল পিপলস কংগ্রেসের সভায় এদিন জাতীয়তাবোধের চরম সীমায় পৌঁছে চিনের প্রেসিডেন্ট জি জিংপিং কার্যত রণ হুঙ্কার দিয়েছেন। তিনি এদিন জানান, কোনও শত্রু মোকাবিলার ক্ষেত্রে এক চুল জমিও ছাড়তে রাজি নয় চিন।

রক্তাক্ত যুদ্ধ-এর হুঙ্কার চিনের প্রেসিডেন্ট জিংপিং-এর গলায় , আরও যা বললেন তিনি

"বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী", কার্যত এই বার্তা নিয়েই এদিন নিজের ভাষণ সাজিয়েছেন চিনা প্রেসিডেন্ট। তিনি জানান যে কোনও রকমের শত্রু নিধনে রক্তাক্ত যুদ্ধ থেকে পাছপা হবে না চিন। উল্লেখ্য, তাইওয়ান ও হংকং -কে এ বিষয়ে নিশানা করেন চিনা প্রেসিডেন্ট। বহু দিন ধরেই চিনের ছত্রছায়া থেকে বেরোতে চাইছে এই দুটি দেশ। আর সে নিয়ে বেশ আতঙ্কে রয়েছে বেজিং। চিনের দাবি , তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপ । তবে , সেখানে বার বার বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে আস্ফালন বাড়ানোর চেষ্টা করছে চিন। হংকং এর ক্ষেত্রেও একই অবস্থা।

এর আগে , চিনের প্রধানমন্ত্রী লি কেকিুইং-ও একইভাবে রণহুঙ্কারে উদ্বুদ্ধ করতে ছাকেন চিনা সেনাকে। তিনি জানান, নিজের সাম্রাজ্য তথা সীমানা রক্ষার্থে সমস্ত কিছুই করতে পারে তারা। নিজের সীমানা এক ইঞ্চিও ছাড়তে রাজি নয় তারা। ফলে আপাতত, দক্ষিণ এশিয়ায় চিনের ক্রমাগত বাড়তে থাকা কূটনৈতিক আস্ফালন যে সমস্যার হয়ে দাঁড়াচ্ছে , তা চিনের এই আতঙ্কগ্রস্ত বার্তা থেকেই স্পষ্ট।

English summary
Chinese president Xi Jingping says they are ready for bloody battle.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X