For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপালে চিনের 'পাওয়ার প্লে' শুরু! রাজনীতি থেকে টিভি সম্প্রচার নিয়ে সিদ্ধান্তে বেজিং এর প্রভাব

  • |
Google Oneindia Bengali News

ফের একবার নেপাল কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ বৈঠক পিছিয়ে গেল। এর দ্বারাই নেপালের রাজনীতিতে ওলির বিরুদ্ধে জমাট বাঁধা ক্ষোভ প্রশমনের চেষ্টা করে চলেছে চিন। আর একাজে চিনের দূত হউ ইয়াঙ্কি সিদ্ধহস্ত! উল্লেখ্য, সর্বস্তরে যাতে নেপাল ভারত বিরোধীতা শুরু করে দেয়, তার জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করে দিয়েছেন হউ ইয়াঙ্কি।

নেপাল ও চিনের পাওয়ার প্লে

নেপাল ও চিনের পাওয়ার প্লে

চিনের দূত নেপালে এসে , সেদেশের রাজনৈতিক পরিস্থিতি ঠান্ডা করতে চাইছে। চিনের দূত হউ ইয়াঙ্কি নেপালের এনসিপি নেতাদের এপর চাপ তৈরি করতে চাইছেন। সেক্ষেত্রে চিনের কমিউনিস্ট পার্টির প্রসঙ্গও তোলা হয়েছে চিনের তরফে। এর জবাবে নেপালের দাহাল শিবির জানিয়েছে, ওলি ছাড়াও নেপালের কমিউনিস্ট পার্টি চলতে পারবে।

নেপালে নিষিদ্ধ ভারতের টিভি চ্যানেল

নেপালে নিষিদ্ধ ভারতের টিভি চ্যানেল

নেপাল সম্পর্কে একটি ভারতীয় টিভি চ্যানেলে একটি ভিডিও ক্লিপ সম্প্রচারিত হতেই, নেপালের ওলি সরকার নড়েচড়ে বসেছে। সেখানে ওই ভিডিও ক্লিপ গোটা নাগরিক সমাজের আবেগে আঘাত করেছে বলে দাবি তুলে একাধিক ভারতীয় টিভি চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেপাল সরকার। যে ঘটনায় বেজিং পরোক্ষে মদত দিচ্ছে বলে খবর।

 বাতিল হাইভোল্টেজ বৈঠক

বাতিল হাইভোল্টেজ বৈঠক

নেপালে এদিন কমিউনিস্ট পার্টির যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল করতে চায়নি প্রধানমন্ত্রী ওলির বিরোধী শিবির দাহাল গোষ্ঠী। তবে আতমকাই গতরাতে সিদ্ধান্তে স্থির হয়েছে যে এ বৈঠক পিছোবে। আর বৈঠক পিছিয়ে ওলির মসনদে বসার সময়সীমা বাড়ানো হচ্ছে। ওলি শিবিরের এই স্ট্র্যাটেজির নেপথ্যে চিনের দূত রয়েছেন বলে খবর।

 চিনের দূত ওলির বিরোধী শিবিরকে বশে আনার চেষ্টা করছে!

চিনের দূত ওলির বিরোধী শিবিরকে বশে আনার চেষ্টা করছে!

জানা গিয়েছে চিনের দূত ইয়াঙ্কি বারবার ওলির বিরোধী শিবির দাহালের সঙ্গে বৈঠকের আর্জি জানান। বহুবার আবেদনের পর শেষ মেশ এই বৈঠক হয়েছে। আর সরাসরি বেজিং এর প্রশ্রয়ে নেপালে ওলি সরকার ফের ধীরে ধীরে ডানা মেলতে শুরু করছে।

লকডাউনের ঘেরাটোপে রাজ্য, এক নজরে দেখে নিন জনশূন্য কন্টেইনমেন্ট জোন গুলির সামগ্রিক চিত্র লকডাউনের ঘেরাটোপে রাজ্য, এক নজরে দেখে নিন জনশূন্য কন্টেইনমেন্ট জোন গুলির সামগ্রিক চিত্র

English summary
Chinese Power play in Nepal where most Indian tv channels are banned
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X