For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তবে কি যুদ্ধ আসন্ন! ২০৫০ সালের মধ্যে দেশ ছ’টি যুদ্ধের মুখোমুখি হবে, বার্তা চিনের পত্রিকায়

ডোকালামের পর অনেক দিন চুপচাপ ছিল সবকিছু। হঠাৎ চিন ভারতে হুঁশিয়ারি দিয়ে ইতিহাসের মনে রাখার বার্তা দিল। তাতেই ফের যুদ্ধ আতঙ্ক ছড়িয়েছে দেশে। তবে কি যুদ্ধ আসন্ন।

  • |
Google Oneindia Bengali News

ডোকালামের পর অনেক দিন চুপচাপ ছিল সবকিছু। হঠাৎ চিন ভারতে হুঁশিয়ারি দিয়ে ইতিহাসের মনে রাখার বার্তা দিল। তাতেই ফের যুদ্ধ আতঙ্ক ছড়িয়েছে দেশে। তবে কি যুদ্ধ আসন্ন। এই ডোকালাম নিয়ে গন্ডগোল, এখন আবার লাদাখ নিয়ে বিতর্ক বাড়িয়েছে চিন। এই অবস্থায় যুদ্ধের সম্মুখীন হতে পারে ভারত, এ আশঙ্কা থেকেই যাচ্ছে।

তবে কি যুদ্ধ আসন্ন! ২০৫০ সালের মধ্যে দেশ ছ’টি যুদ্ধের মুখোমুখি হবে, বার্তা চিনের পত্রিকায়

সম্প্রতি একটি চিনা পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি নিবন্ধ। সেই নিবন্ধে পরিষ্কার লেখা আছে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে একটি যুদ্ধসহ ২০৫০ সালের মধ্যে চিনকে ছয়টি যুদ্ধে লড়াই করতে হবে। নারভনে বলেন, এটি তাদের পক্ষে বেশ কঠিন কাজ হবে।

তিনি ব্যাখ্যা করেছেন, ২০৪৯ সালে চিন কমিউনিস্ট পার্টির শতবর্ষ। এর মধ্যে বেজিং অবশ্যই কিছু অর্জন করতে চাইবে। সেজন্য যুদ্ধ অমূলক নয়। চিন যে সমস্ত এলাকাগুলি নিজের বলে দাবি করে আসছে, সেগুলির দখল নিতে যুদ্ধ করতে পারে। তার মধ্যে অরুণচল প্রদেশের কিয়দংশ ও লাদাখের কিয়দংশও রয়েছে।

নারভনের কথায়, চিন যুদ্ধের মাধ্যমে নয়, 'পরোক্ষ উপায়' দ্বারা লক্ষ্যগুলি অর্জনের চেষ্টা করতে পারে। নারভনে বলেছিলেন, তার অর্থ হ'ল- যে জায়গার লোকেরা সে দেশের অংশ হতে চায় বলে দাবি করছে, সেই জায়গাগুলিকে টার্গেট করে চিন এগোতে পারে।

নিবন্ধে বলা হয়েছে যে, চিন ১৮৪০-৪২ সালের আফিম যুদ্ধে ব্রিটিশদের কাছে ইম্পেরিয়াল চিন হারিয়েছিল। তা পুনরায় দখল করার জন্য যুদ্ধ করতে হতেই পারে। আর তা যদি হয় ছয়টি যুদ্ধের লড়াইয়ের বিষয়টি নিশ্চিত হয়ে বলাই যায়।

English summary
Recently Chinese newspaper demands country would have to fight six battles at least within 2050. One battle can be against India over Arunachal Pradesh,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X