For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে মাটির নিচে গোপন অস্ত্রভাণ্ডার লাদাখ সীমান্তের কাছেই! 'গ্যারিসন' কোন আশঙ্কা বাড়াচ্ছে

চিনের গোপন অস্ত্রভাণ্ডার লাদাখ সীমান্তের কাছেই! 'গ্যারিসন' কোন আশঙ্কা প্রকাশ্যে আসছে নয়া রিপোর্টে

Google Oneindia Bengali News

উত্তেজনা ,সংঘাতের আগুন ধীরে ধীরে নিবছে। আগামী কাল চিন -ভারত লাদাখ সীমান্তের হাইভোল্টেজ বৈঠক। যেখানে দুই পক্ষই স্থির করবে 'ডিসএনগেজমেন্ট ' প্রক্রিয়া নিয়ে পরবর্তী পদক্ষেপ। এমন অবস্থায় এক বেসরকারি চ্যানেলের তথ্য অনুযায়ী, চিন নিজের গোপন এক অস্ত্রভাণ্ডার লাদাখ সীমান্তের কাছেই সন্তর্পণে লুকিয়ে রাখছে।

কোথায় রয়েছে অস্ত্রভাণ্ডার?

কোথায় রয়েছে অস্ত্রভাণ্ডার?

এক বেসরকারি চ্যানেলের খবর অনুযায়ী, জুলাই মাসের ১১ তারিখের সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, লেহ থেকে ২৫০ কিলোমিটার দূরে রয়েছে চিনের অস্ত্রভাণ্ডার। আর সন্দেহ রয়েছে এই অস্ত্রভাণ্ডারকে ঘিরেই।

 কেন অস্ত্রভাণ্ডার ঘিরে সন্দেহ?

কেন অস্ত্রভাণ্ডার ঘিরে সন্দেহ?

বেসরকারি চ্যানেলের তথ্য অনুযায়ী, চিনের সবচেয়ে ভয়ানক অস্ত্র গ্যারিসন মিসাইল। আর সেই উন্নততর মিসাইল সম্ভবত , চিন লেহ থেকে ২৫০ কিলোমিটার দূরের অস্ত্রভাণ্ডারে রেখেছে। উল্লেখ্য, এই অস্ত্র ভাণ্ডার মাটির নিচে রয়েছে বলে খবর।

 মাটির নিচের অস্ত্রভাণ্ডার ঘিরে তথ্য

মাটির নিচের অস্ত্রভাণ্ডার ঘিরে তথ্য

বলা হচ্ছে,যুগের পর যুগ মাটির নিচে এই অস্ত্রভাণ্ডারকে নতুন নতুন করে সাজিয়েছে চিন। দক্ষিণ জিনজিয়াং মিলিটারি এলাকা এই অস্ত্রভাণ্ডারের কাছে। ১৯৫০ থেকে ৬০ এর দশকে চিন যখন তিব্বত দখল করেছে, তখন থেকে এই এলাকা ঘিরে আলাদা করে সতর্কতা বজায় রেখেছে চিন।

 ১২ টি টানেল ও অস্ত্রভাণ্ডার

১২ টি টানেল ও অস্ত্রভাণ্ডার

বলা হয়, এই অস্ত্রভাণ্ডারটি তিব্বত থেকে দিনজিয়াং যাওয়ার পথের হাইওয়ের নিচে রয়েছে। এই অস্ত্রভাণ্ডারে যেতে হলে ১২ টি টানেল পার হতে হয়। এরমধ্যেই চিনের সবচেয়ে বেশি ক্ষতিকারক অস্ত্র গ্যারিসন মিসাইল রয়েছে। যা লাদাখে ভারত-চিন সংঘাতের জেরে নিঃসন্দেহে আশঙ্কার বাতাবরণ তৈরি করছে।

' সচিন পাইলটদের মতো নেতাকে রাহুল ঈর্ষা করেন বলেই..' রাজস্থান সংকটে উমার 'শক্তিশেল' ' সচিন পাইলটদের মতো নেতাকে রাহুল ঈর্ষা করেন বলেই..' রাজস্থান সংকটে উমার 'শক্তিশেল'

English summary
Chinese Missile Garrison may not be too far from Ladakh, says report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X