For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক অধীকৃত কাশ্মীরকেও ভারতের অংশ বলে স্বীকার করে নিল চিন

চিনের সরকারি সংবাদ পরিবেশনকারী টেলিভিশনে সংবাদ সম্প্রচারের সময় পাক অধীকৃত কাশ্মীরকে পাকিস্তানের বলে মান্যতা দেওয়া হয়নি।

  • |
Google Oneindia Bengali News

সন্ত্রাসবাদ নিয়ে ভারত বহুদিন ধরে সরব। এই সন্ত্রাসবাদের কারণে বারবার ভারতের মাটি অশান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। ভুক্তভোগী ভারত বারবার তাই প্রতিবেশীদের সহযোগিতা চেয়েছে। তবে চিন উল্টে পাকিস্তানকে মাসুদ আজহার থেকে শুরু করে নানা প্রসঙ্গে সমর্থন জুগিয়ে ভারতকে চাপ দিয়েছে।

পাক অধীকৃত কাশ্মীরও ভারতের অংশ, এতদিনে স্বীকার করল চিন

তবে এবার পাল্টা চাপে পড়ে গিয়েছে চিন। সপ্তাহখানেক আগে করাচিতে চিনা দূতাবাসে জঙ্গিরা হামলা চালায়। উচ্চ নিরাপত্তা বলয়ে থাকা এই এলাকায় পাক জঙ্গিরা হামলায় চালানোয় বেশ অসন্তুষ্ট চিন।

সেদেশের সরকারি সংবাদ পরিবেশনকারী টেলিভিশন 'চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক'-এ সংবাদ সম্প্রচারের সময় পাক অধীকৃত কাশ্মীরকে পাকিস্তানের বলে মান্যতা দেওয়া হয়নি। সেই এলাকা ভারতের বলে ব্যাখ্যা করা হয়েছে। পাকিস্তান বলে যে জায়গা দেখানো হয়েছে সেখানে পাক অধীকৃত কাশ্মীর নেই।

এই বদল যে নিঃসন্দেহে চমকপ্রদ তাতে সন্দেহ নেই। কারণ চিন এর আগে কোনওদিন কাশ্মীরকে ভারতের অংশ বলে মানতে চায়নি। অথচ পাক অধীকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়েছে। আর এই অংশকে বিতর্কিত এলাকা হিসাবে দেখিয়েছে।

চিনের সরকারি টেলিভিশনে দেখানো হলেও এই ঘটনায় চিন সরকারের পূর্ণ মদত রয়েছে কিনা সেটা জানা যায়নি। যদি তাতে শি জিনপিংয়ের মদত থেকে থাকে তাহলে তা ভারত-চিন সম্পর্কে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের ওপরেও এর প্রভাব নিঃসন্দেহে পড়বে।

English summary
Chinese media portrays entire Jammu and Kashmir as part of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X