For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে চিনের সংবাদ পত্র, গালওয়ান ভ্যালি নিয়ে হুশিয়ারি এডিটর ইন চিফের

ভারতের বিরুদ্ধে হুঙ্কার শুরু করেছে চিনের সংবাদ পত্র, গালওয়ান ভ্যালি নিয়ে হুশিয়ারি এডিটর ইন চিফের

Google Oneindia Bengali News

গালওয়ান ভ্যালি নিয়ে ভারতের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে চিনের সংবাদ মাধ্যমগুলি। চিনের সরকার সমর্থিক সংবাদ পত্রের এডিটর ইন চিফ প্রকাশ্যেই গালওয়ান ভ্যালি নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। টুইটে সংবাদ পত্রের এডিটর ইন চিফ লিখেছেন ১৯৭৫ সালের পর এই প্রথম ভারত-চিন সীমান্তে জওয়ানদের মৃত্যুর ঘটনা ঘটল। টুইটে ভারতের ঔদ্ধত্য নিয়ে সাবধান করা হয়েছে।

 চিনা সংবাদ মাধ্যমে হুঁশিয়ারি

চিনা সংবাদ মাধ্যমে হুঁশিয়ারি

গালওয়ান ভ্যালি নিয়ে ভারত যেন বেশি ঔদ্ধত্য না দেখায়। টুইট করেছেন চিনের গ্লোবাল টাইমস সংবাদ পত্রের সম্পাদক হু শিজিন। টুইটের নেপথ্যে প্রচ্ছন্ন আস্ফালন এবং হুঁশিয়ারি প্রকাশ পেয়েছে। সেই সংবাদ পত্রেরই টুইট করে জানানো হয়েছে গালওয়ান ভ্যালিতে ভারতের দুই জওয়ান মারা গিয়েছে আর চিনের ৫ জওয়ান শহিদ হয়েছে।

সম্পাদকের হুমকি

সম্পাদকের হুমকি

ভারতে সতর্ক করে গ্লোবাল টাইমসের সম্পাদক বলেছে, শুধু ভারত নয় সেনা হারিয়েছে চিনও। প্রতিরোধ গড়তে পারে চিনও। চিনকে দুর্বল মনে করার কোনও কারণ নেই। চিন ভারতের সঙ্গে বিবাদে জড়াতে চায় না। টুইটে একের পর এক শব্দে ভারতকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার ইঙ্গিত রয়েছে।

 গালওয়ান ভ্যালিতে উত্তেজনা

গালওয়ান ভ্যালিতে উত্তেজনা

বুধবার সকালে লাদাখের গালওয়ান ভ্যালিতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। তাতে ভারতের িতন জওয়ান শহিদ হয়েছে। চিনের দাবি তাদের পাঁচ জন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ জন। এই নিয়ে দুই দেশের মধ্যে প্রবল টানা পোড়েন শুরু হয়েছে।

 বৈঠকে প্রধানমন্ত্রী

বৈঠকে প্রধানমন্ত্রী

লাদাখ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠকে বসেছেন বিদেশমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রয়েছেন সেনা প্রধান নারাভানে এবং চিফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়তও।

English summary
Chinese government backed news paper's editor in chief threat india over Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X