For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘গালওয়ান উপত্যকা চিরকালই আমাদের’, দাবি চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের

‘গালওয়ান উপত্যকা চিরকালই আমাদের’, দাবি চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের

  • |
Google Oneindia Bengali News

বিগত কয়েক দশকের মধ্যে প্রথমবার গালওয়ান উপত্যকায় লাগাতার সার্বভৌমত্বের দাবি করছে চিন। চিনা কমান্ডিং অফিসার ঝ্যাং শুইলির পর এবার একই দাবি করতে দেখা গেল চিনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঝাঁও লিজিয়ানকে। তার কথায়, “গ্যালওয়ান উপত্যকার সার্বভৌমত্ব সবসময়ই চিনের অন্তর্ভুক্ত।”

সোমবার রাতের সেনা সংঘর্ষে মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনা-জওয়ানের

সোমবার রাতের সেনা সংঘর্ষে মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনা-জওয়ানের

এদিকে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় কর্তৃত্ব কায়েম নিয়ে গত মাসের পাঁচ তারিখ থেকেই উত্তেজনা বাড়তে থাকে। দফায় দফায় হাতাহাতিতে জড়াতে দেখা যায় ভারতীয় সেনা ও লাল ফৌজকে। এবার গত সোমবার রাতে তা সর্বাত্মক পর্যায়ে পৌঁছায়। প্রায় ৪৫ বছর পরও আবারও সীমান্তে রক্ত ঝরে। ইতিমধ্যেই ওই সেনা সংঘর্ষে ভারতের তরফে প্রাণ হারান প্রায় ২০ জন সেনা জওয়ান। তার মধ্যে রয়েছেন ভারতীয় সেনার এক কর্নেলও।

 ভারতই প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, দাবি চিনের

ভারতই প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, দাবি চিনের

পাশাপাশি অসমর্থিত সূত্রে খবর, এই সেনা হামলাতেই চিনের দিক থেকেও ৪০ জনের বেশি সেনা জওয়ান নিহত হয়েছেন। তারমধ্যে পিপলস লিবারেশন আর্মির এক উচ্চপদস্থ আধিকারিকও রয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে চিনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের দাবি নিজেদের সেনা প্রধান দের মধ্যে হওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সোমবার রাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় সেনা। তাদের আটকাতে গিয়েই সংঘর্ষে জড়ায় পিএলএ-র সেনা জওয়ানেরা। এ কথা বলতে গিয়েই এদিন গালওয়ানের চিনা কর্তৃত্বের কথা সোচ্চারে বলতে দেখা যায় তাকে।

চিনের বিরুদ্ধে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ভারতের

চিনের বিরুদ্ধে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ভারতের

যদিও ভারতের তরফেও এর আগেই পাল্টা অভিযোগ তোলা হয়েছে চিনের বিরুদ্ধেও। ভারতীয় সেনা আওয়াজ তুলেছে পূর্ববর্তী চুক্তি লঙ্ঘনেরও। সেনার দাবি, পূর্ব বৈঠক থেকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পারস্পরিক শান্তি চুক্তি মেনে লাদাখের গালোয়ান উপত্যকা সরে আসতে থাকে ভারতীয় সেনা। সেই সময় অতর্কিতে আক্রমণ চালায় লালফৌজ। আত্মরক্ষার্থে পাল্টা জবাবও দেয় ভারতের সেনা জওয়ানরা।

ভারতে সতর্ক করেন চিনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র

ভারতে সতর্ক করেন চিনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র

অন্যদিকে ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এদিন সতর্ক করতে দেখা যায় চিনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঝাঁও লিজিয়ানকে। যদিও এখনও তিনি আলোচনার রাস্তা খোলা রাখারও কথা বলেন। তার কথায় "আমরা ভারতকে তার সেনাবাহিনীকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে অনুরোধ করব। একইসাথে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ ও উস্কানিমূলক কার্যকলাপও দ্রুত বন্ধ হওয়া উচিত। আলোচনার মাধ্যমে আগামীতে এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রস্তুত।" যদিও অবাঞ্ছিত ভাবে পূর্বের লাদাখের বেশ কয়েকটি স্থানে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার লাগাতার তৎপরতা বৃদ্ধির বিষয়টি এদিন এড়িয়ে যান তিনি।

ভারত শান্তিপ্রিয় দেশ, তবে উস্কানি দিলে যোগ্য জবাব দিতে জানে, চিনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীরভারত শান্তিপ্রিয় দেশ, তবে উস্কানি দিলে যোগ্য জবাব দিতে জানে, চিনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীর

English summary
chinese foreign ministry spokesman said galwan valley always belonged china
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X