For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের করোনা ভাইরাস মহামারী নিয়ে সতর্ক করা চিকিৎসকের মৃত্যু হল সংক্রমণেই!

Google Oneindia Bengali News

চিনের উহানের করোনা ভাইরাস সংক্রমণ ও মহামারি নিয়ে যেই ৮ জন চিকিৎসক প্রথম বিশ্বকে সতর্ক করেছিলেন তাদের অন্যতম ছিলেন চিনের চিকিৎসক লি ওয়েনলিয়াং। তবে যেই ভাইরাসের খোঁজ করে বিশ্বকে সতর্ক করেছিলেন লি, সেই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হল তাঁর।

বৃহস্পতিবার করোনা ভাইরাসের সংক্রমণে মারা যান লি

বৃহস্পতিবার করোনা ভাইরাসের সংক্রমণে মারা যান লি

৩৪ বছরের চিকিৎসক বৃহস্পতিবার করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন। কয়েকদিন ধরেই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শেষমেষ গতকাল চিনের সময় রাত সাড়ে নটা নাগাদ তিনি মারা যান বলে জানা গিয়েছে।

গত ডিসেম্বরেই করোনা ভআইরাস নিয়ে সতর্ক করেছিলেন লি

গত ডিসেম্বরেই করোনা ভআইরাস নিয়ে সতর্ক করেছিলেন লি

হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথমবার করোনা ভাইরাসের লক্ষণ ধরা পরে গত বছরের ডিসেম্বরেই। তৎক্ষণাত এই ভাইরাস সম্পর্কে তিনি সতর্ক করেছিলেন সবাইকে। তিনি প্রথম এই ভাইরাসের খবর রিপোর্ট করেছিলেন। সেই সময় তাঁর মেডিকাল স্কুলের প্রাক্তনীদের একটি গ্রুপে তিনি মেসেজ করে এই খবর তাঁর সতার্থদের জানিয়েছিলেন।

লি-এর সতর্ক বার্তা ভাইরাল হয়েছিল চিনে

লি-এর সতর্ক বার্তা ভাইরাল হয়েছিল চিনে

লি ব্যাখ্যা করেছিলেন যে, তিনি দেখেছেন যে একটি পরীক্ষা অনুসারে, অসুস্থতাটি করোনভাইরাসের কারণে হয়েছিল। এই নতুন ভাইরাসচি একটি বৃহত ভাইরাস পরিবারের। এর মধ্যে শ্বাসযন্ত্র রোধ করে দেওয়ার সিন্ড্রোম রয়েছে। যেটাকে সাধারণত আমরা এসএআরএস বলে জানি। তিনি সেই সময় নিজের বন্ধিবান্ধব ও পরিবারপরিজনকে এই নিয়ে সতর্ক করেছিলেন। এরপর সেই মেসেজের স্ক্রিনশন মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩৮ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩৮ জনের মৃত্যু

এই মেসেজ ভাইরাল হওয়ার পরেই উহান পুলিশ লি-কে গুজব রটানোর দায়ে দোষী সাব্যস্ত করেছিল। তবে কয়েকদিন পরেই চিত্রটা পরিস্কার হয়ে যায়। এখনও পর্যন্ত সারা চিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও অন্তত ২৮ হাজার মানুষ।

English summary
Chinese Doctor Li Wenliang Who First Warned about Possible Outbreak Dies of Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X