For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গালওয়ান উপত্যকা দখলের চক্রান্ত চিনের! নির্মাণযন্ত্র সহ পিএলএ সৈনিক সীমান্তে, ফের যুদ্ধের পরিস্থিতি

Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে সোমবার ঘটে যাওয়া ভয়াবহ সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের কথা বলা হয়েছে। তবে এত কিছুর মধ্যেও চিনের একগুঁয়ে মনোভাব রয় গিয়েছে। বুধবার প্রথমবার চিনের তরফে দাবি করা হয়েছিল যে গালওয়ান উপত্যকা তাদের দেশের অংশ। আর সেই দাবির একদিনের মধ্যেই এবার সেই জায়গা দখল করার ফন্দি আঁটতে শুরু করে দিয়েছে চিন।

সীমান্তে চিন নির্মাণযন্ত্র সহ কয়েকশো পিএলএ সৈনিক পাঠিয়েছে

সীমান্তে চিন নির্মাণযন্ত্র সহ কয়েকশো পিএলএ সৈনিক পাঠিয়েছে

জানা গিয়েছে লাদাখের গালওয়ান উপত্যকার সীমান্তে চিন নির্মাণযন্ত্র সহ কয়েকশো পিএলএ সৈনিক নিয়ে এসেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে, চিনের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা বলে আশঙ্কা করা হচ্ছে।

বাড়তি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত

বাড়তি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত

এদিকে চিনা সেনার সঙ্গে সংঘর্ষের পরই লাদাখেও বাড়তি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই আবহে দুই দেশের মেজর জেনারেল পর্যায়ে তিন ঘণ্টার বৈঠক হয়েছিল বুধবার। তবে সেই বৈঠক থেকে সুষ্ঠু সমাধান সূত্র অধরাই রয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে ফের আজ এই বিষয়ে বৈঠকে বসছেন দুই দেশের আধিকারিকরা।

শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটানোর পক্ষে সওয়াল

শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটানোর পক্ষে সওয়াল

প্রসঙ্গত, লাদাখে ভারত-চিন সেনার মধ্যে সংঘর্ষের প্রায় দুই দিন পর বুধবার শীর্ষ পর্যায়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটানোর বিষয়ে দুই পক্ষই সহমত হয়।

লাদাখ সীমান্তে ভারতীয় সেনা কনভয়ের আনাগোনা বেড়েছে

লাদাখ সীমান্তে ভারতীয় সেনা কনভয়ের আনাগোনা বেড়েছে

এরই মধ্যে লাদাখে বাড়তি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রের খবর, বুধবারই লাদাখ সীমান্তে ভারতীয় সেনা কনভয়ের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে সীমান্তের দিকে ভারতীয় সেনা এগোচ্ছে। তাছাড়া উত্তরাখণ্ডের চামোলি জেলায় চিন সীমান্ত বরাবর সতর্ক প্রহরা দিচ্ছে ভারতীয় সেনা।

চলছে জোর অনুশীলন

চলছে জোর অনুশীলন

সেনা সূত্রে খবর, চামোলিতে আরও বেশি করে সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনা জওয়ানরা প্রতিনিয়ত সেই পরিস্থিতিতে শত্রুকে প্রতিহত করতে প্রয়োজনীয় অনুশীলন করে চলেছেন। এর আগে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী গ্রামগুলির প্রধানকে স্যাটেলাইট ফোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

<strong>ড্রাগন বধে শ্রীরাম! লাদাখ উস্যুতে ভারতকে সমর্থন জানিয়ে প্রথম পাতায় ছবি প্রকাশ তাইওয়ান সংবাদপত্রের</strong>ড্রাগন বধে শ্রীরাম! লাদাখ উস্যুতে ভারতকে সমর্থন জানিয়ে প্রথম পাতায় ছবি প্রকাশ তাইওয়ান সংবাদপত্রের

English summary
Chinese army shifted heavy construction material and PLA personnel in Ladakh's Galwan amid stand off with India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X