For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সীমান্তে চৈনিক চোখ রাঙানি! উদ্দেশ্য নিয়ে মুখ খুলে কী জানাল চিন

লাদাখ সীমান্তে চৈনিক চোখ রাঙানি! উদ্দেশ্য নিয়ে মুখ খুলে কী জানাল চিন

  • |
Google Oneindia Bengali News

চিন-ভারত সম্পর্ক ক্রমাগত সিকিম ও লাদাখ সীমান্তে উত্তেজনার জেরে উদ্বেগজনক পরিস্থিতির দিকে যাচ্ছে। সিকিমের পর লাদাখের ঘটনার জেরে চিন-ভারতের সেনার মধ্যে পরিস্থিতি উত্তেজনার দিকে যায়।

চিনের বক্তব্য

চিনের বক্তব্য

চিনের সেনার চপার মঙ্গলবারই দেখা যায় লাদাখের সীমান্তে। তড়িঘড়ি পাল্টা ভারতীয় যুদ্ধবিমানও আকশপথে উড়ে যায়। সীমান্তের এই ঘটনাকে মোটেও ভালো চোখে দেখছেনা ওয়াকিবহাল মহল। এরপরই চিন জানিয়ে দেয় যে নিত্য টহলদারির কাজই সেদিন করছিল চিনের চপার।

 পাক-চিন সেনার তৎপরতা!

পাক-চিন সেনার তৎপরতা!

সীমান্তের একদিকে আকাশে যখন চিন সেনার চপার দেখা যাচ্ছে, তখন অন্যদিকে কাশ্মীর সীমান্তের আকাশে দেখা যাচ্ছে পাকিস্তানি যুদ্ধবিমান। উল্লেখ্যস হান্ডওয়ারার ঘটনার পর পাকিস্তান ভারতের থেকে পাল্টা জবাব আশা করছে বলেই কাশ্মীর সীমান্তের আকাশে পাক যুদ্ধবিমানের তৎপরতা বাড়ছে বলে খবর। তবে প্রশ্ন উঠছে , চিন কেন লাদাখ সীমান্তা দাপট বাড়াতে চাইছে এই মুহূর্তে?

 ইন্ডদো-চিন সম্পর্ক

ইন্ডদো-চিন সম্পর্ক

লাদাখের আগে সিকিমে চিন ও ভারতীয় সেনাদের সংঘাতের ঘটনা উঠে আসে।আর সিকিম , লাদাখ দুটি দিক নিয়েই চিন -ভারত কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলে জানানো হয়েছে চিনের তরফে। চিন জানিয়েছে সেদশের সেনা শান্তি প্রতিষ্ঠায় ব্রতী।

 কোন এলাকা ঘিরে সংকট?

কোন এলাকা ঘিরে সংকট?

চিন ও ভারতের মাঝে ৩৪৮৮ কিলোমিটার এলাকা জুড়ে নিয়ন্ত্রণরেখা ঘিরে জটিলতা রয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে আলোচনা হলেও তা পরিণতি এখনও পায়নি।

করোনা : ১ দিনে ভারতে ১ লাখ টেস্ট হবে! গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে কোন আশার আলো স্বাস্থ্যমন্ত্রীর করোনা : ১ দিনে ভারতে ১ লাখ টেস্ট হবে! গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে কোন আশার আলো স্বাস্থ্যমন্ত্রীর

English summary
Chinese Army patrolling ,here whta china says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X