For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের সিনোফার্ম ভ্যাকসিন ৮৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে কোভিডের বিরুদ্ধে, দাবি সংযুক্ত আরব আমিরাতের

চিনের সিনোফার্ম ভ্যাকসিন ৮৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে কোভিডের বিরুদ্ধে

Google Oneindia Bengali News

ফাইজার ও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের পর এবার সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে চিনের সিনোফার্ম করোনা ভাইরাস ভ্যাকসিন প্রার্থী ৮৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। চিনের করোনা ভাইরাস ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছিল এই আরবেই এবং এখন আরবের পক্ষ থেকে এই ভ্যাকসিএনর কার্যকারিতা মেনে নেওয়া হয়েছে।

ভারতে তিনটে ভ্যাকসিন প্রার্থী নিয়ে আলোচনা চলছে

ভারতে তিনটে ভ্যাকসিন প্রার্থী নিয়ে আলোচনা চলছে

ইতিমধ্যে ভারত তিনটে ভ্যাকসিন প্রার্থীকে সক্রিয়ভাবে বিবেচনার মধ্যে রাখবে বলে জানিয়েছে। সেগুলি হল ভারত বায়োটেক, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ফাইজার। এই তিনটে ভ্যাকসিন প্রার্থী জরুরি ব্যবহারের জন্য ভারতের থেকে অনুমোদনের জন্য আবেদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি জানিয়েছেন যে ভারতের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছাতে আর মাত্র সপ্তাহখানের দেরি।

 ৮৬ শতাংশ কার্যকর চিনের ভ্যাকসিন

৮৬ শতাংশ কার্যকর চিনের ভ্যাকসিন

চিনের সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিনের গবেষণারত পরীক্ষায় এই ভ্যাকসিন ৮৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে মারণ ভাইরাসের বিরুদ্ধে, বুধবার আরবের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই ভ্যাকসিনের ট্রায়াল করা হয়েছিল মানব দেহের ওপর। উপসাগরীয় আরব দেশটি গত জুলাই মাস থেকে এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করছে এবং সেপ্টেম্বরে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য জরুরী ব্যবহারের অনুমোদন দিয়েছে। ভ্যাকসিন বিশ্লেষণে এও দেখা গিয়েছে, ‘‌অ্যান্টিবডি নিরপেক্ষকরণের ৯৯ শতাংশ সেরোকনভারশন হার এবং রোগের মধ্যপন্থী এবং গুরুতর ক্ষেত্রে প্রতিরোধে ১০০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।'‌

জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন

জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন

অতীতের সপ্তাহগুলিতে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার, পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং হায়দরাবাদের ভারত বায়োটেক তাদের করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (‌ডিসিজিআই)‌-এর কাছে আবেদন করেছে। সিরাম ও আইসিএমআর অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল ভারতে করেছে। ভারতের ফাইজারের আবেদনের পর সিরাম ইনস্টিটিউট দ্বিতীয় যে এ ধরনের অনুমোদনের জন্য আবেদন করেছে। ভারত বায়োটেকের তৈরি ও দেশীয় ভ্যাকসিন কোভ্যাকসিন আইএমআরের সঙ্গে যৌথ উদ্যোগে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে এবং এই সংস্থাও জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছে।

৭০ শতাংশ কার্যকর অক্সফোর্ডের ভ্যাকসিন

৭০ শতাংশ কার্যকর অক্সফোর্ডের ভ্যাকসিন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে কোভিড ভ্যাকসিন তৈরি করে যা এখন তৃতীয় পর্যায়ে রয়েছে, দু'‌টি ভিন্ন ডোজ সহকারে। এই ভ্যাকসিনের ট্রায়ালে দেখা গিয়েছে এটি নিরাপদ ও গড় কার্যকারিতা ৭০.‌৪ শতাংশ। ২০ হাজারের ওপর মানব দেহে এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানো হয়েছে।

নতুন বছরে বেতনে কোপ! হাতে আসবে কম টাকা, মোদী সরকারের কোন আইনের ফাঁসে বিপত্তি জেনে নিননতুন বছরে বেতনে কোপ! হাতে আসবে কম টাকা, মোদী সরকারের কোন আইনের ফাঁসে বিপত্তি জেনে নিন

English summary
China's Sinopharm vaccine has shown an 86 percent efficacy against covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X