For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর উপলক্ষ্যে কিছু তথ্য জেনে নিন

আগামী পয়লা অক্টোবর চিনে কমিউনিস্ট পার্টি শাসনের ৭০ বছর পূর্ণ হতে চলেছে। দিনটি বিশেষ ভাবে পালন করা হবে সেন্ট্রাল বেজিং-এ। নানা ধরনের অনুষ্ঠান, প্য়ারেড চলবে দিনভার।

  • |
Google Oneindia Bengali News

আগামী পয়লা অক্টোবর চিনে কমিউনিস্ট পার্টি শাসনের ৭০ বছর পূর্ণ হতে চলেছে। দিনটি বিশেষ ভাবে পালন করা হবে সেন্ট্রাল বেজিং-এ। নানা ধরনের অনুষ্ঠান, প্য়ারেড চলবে দিনভার। সেই পিপলস রিপাবলিক অফ চায়নার ক্রম পর্যায় দেখে নেওয়া যাক।

চিনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর উপলক্ষ্যে কিছু তথ্য জেনে নিন

১) মাও-সে-তুং নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি ১৯৪৯-র ১ অক্টোবর চিনের দখল নেয়। পরাজিত চিয়াং কাই-শেকের ন্যাশনালিস্ট সরকারকে ডিসেম্বরে তাইওয়ানে পাঠানো হয়।

২) ১৯৫০ থেকে ১৯৫৩ : দুই কোরিয়ার লড়াইয়ে দক্ষিণ দেশের সমর্থনে দাঁড়ায় আমেরিকা। সেই যুদ্ধে উত্তর কোরিয়ার পাশে দাঁড়িয়েছিল চিন। সেই যুদ্ধে এক লক্ষ চিন সৈন্যের মৃত্যু হয়েছিল।

৩) ১৯৫৭ : গ্রেট লিপ ফরোয়ার্ড মুভমেন্টের মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার দিকে হেঁটেছিল গণপ্রজাতন্ত্রী চিন। এই রূপান্তরের মাধ্যম ছিল শিল্পায়ন ও সমবায়ীকরণ। চিন সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করেছিলেন সেদেশের বহু শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা। সমাজে তাঁদের ব্রাত্য করে রাখা হয়েছিল।

৪) ১৯৫৮ থেকে ১৯৬১ : গণপ্রজাতন্ত্রী চিনে এই তিন বছরের দুর্ভিক্ষে তিন কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এই পরিস্থিতির জন্য গ্রেট লিপ ফরোয়ার্ড-কেই দায়ী করেছিলেন অর্থনীতিবিদরা।

৫) ১৯৫৯ : অর্থনৈতিক দুরাবস্থা এবং দুর্ভিক্ষ চলাকালীনই তিব্বতের লাসা দখলের উদ্দেশে সেখানে ঢুকে পড়ে চিনের বিরাট লাল বাহিনী। পালিয়ে ভারতে আশ্রয় নেন চৈনিক ধর্মগুরু দালাই লামা।

চিনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর উপলক্ষ্যে কিছু তথ্য জেনে নিন

৬) ১৯৬২ : সীমান্ত নিয়ে বিরোধিতার জেরে প্রতিবেশী ভারত আক্রমণ করে চিন। চিনা সেনা অরুণাচল প্রদেশ ও লাদাখে ঢুকে পড়ে। যুদ্ধে জয়ী হয়ে একতরফা যুদ্ধবিরতি জারি করে চিন সরকার। আকসাই চিন দখলে রেখে অরুণাচলপ্রদেশ ভারতকে ফিরিয়ে দেওয়া হয়।

৭) ১৯৬৬ থেকে ১৯৭৬ : মাও সে-তুং-র নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চিনে সাংস্কৃতিক পরিবর্তনের লক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক বিপ্লব সংঘটিত হয়। চিনকে পুঁজিবাদী ও সনাতন চিন্তামুক্ত করতে এই বিপ্লবকে শুদ্ধিকরণের মর্যাদা দেওয়া হয়। বহু পুঁজিবাদী সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সেসময় ধ্বংস করা হয়।

৮) ১৯৭১ : তাইওয়ানের ন্যাশনালিস্ট সরকারকে হঠিয়ে রাষ্ট্রসঙ্ঘে অন্তর্ভূক্ত হয় গণপ্রজাতন্ত্রী চিন।

৯) ১৯৭২ : চিন সফরে যান আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন।

১০) ১৯৭৬ : চিনের থাংসানে ভয়ঙ্কর ভূমিকম্পে প্রায় তিন লক্ষ মানুষের মৃত্যু হয়। সে বছরই প্রয়াত হন চিনের প্রেসিডেন্ট মাও সে-তুং। কমিউনিস্ট নেতা দেং জিয়াওপিং-র হাতে গণপ্রজাতন্ত্রী চিনের ক্ষমতা হস্তান্তরিত হয়।

১১) ১৯৭৮ : দেং জিয়াওপিং-র নেতৃত্বেই বাজার অর্থনীতির দিকে ঝুঁকেছিল গণপ্রজাতন্ত্রী চিন। সে দেশের বিদেশী বিনিয়োগের জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক সংস্কার।

১২) ১৯৭৯ : চিন ও আমেরিকার মধ্যে নতুন কূটনৈতিক বন্ধন তৈরি হয়েছিল।

১৩) ১৯৮৫ : ইতিহাসে প্রথমবার আমেরিকার সঙ্গে উদ্বৃত্ত সম্পদের বাণিজ্য শুরু করে চিন।

১৪) ১৯৮৯ : রাজনৈতিক সংস্কারের বিরোধিতায় আন্দোলন শুরু করেছিলেন চিনের ছাত্র ও শ্রমিকরা। তা বিদ্রোহ চাপা দিতে ওই বছরের ৪ জুন তিয়ানেনমেন স্কোয়ারে ১০০ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল।

চিনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর উপলক্ষ্যে কিছু তথ্য জেনে নিন

১৫) ১৯৯৭ : প্রয়াত হন গণপ্রজাতন্ত্রী চিনের তৎকালীন প্রেসিডেন্ট দেং জিয়াওপিং। সে বছরই ব্রিটিশ কলোনী হংকং চিনে অন্তর্ভূক্ত হয়।

১৬) ১৯৯৮ : এশিয়া জুড়ে শুরু হয় অর্থনৈতিক অস্থিরতা। প্রায় তিন কোটি মানুষ কর্মচ্যুত হন।

১৭) ২০০১ : ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সঙ্গে হাত মেলায় গণপ্রজাতন্ত্রী চিন।

১৮) ২০০৮ : চিন অধিকৃত তিব্বতের লাসায় ভয়ঙ্কর দাঙ্গায় বহু মানুষের মৃত্যু হয়। সে বছরই সিচুয়ানে ভূমিকম্পে আশি হাজার মানুষের মৃত্য হয়। একই বছর বেজিং-এ বসে অলিম্পিকের আসর।

চিনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর উপলক্ষ্যে কিছু তথ্য জেনে নিন

১৯) ২০১২ : চিনা কমিউনিস্ট পার্টির প্রধান হন শি জিং-পিং। পরের বছরই চিনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্ষমতায় এসে পুরনো সিল্ক রোড পুনরুদ্ধার করেন জিং-পিং।

২০) ২০১৭ : বেজিং সফরে যান মার্কিম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরের বছরই দুই দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়।

২১) ২০১৮ : প্রেসিডেন্টের মেয়াদ তুলে দিয়ে দেশের সংবিধান সংস্কার করে চিন।

২২) ২০১৯ : চিনের শাসন থেকে রেহাই পেতে হংকং-এ শুরু বিদ্রোহ।

[ মোদী সরকারের নতুন সংস্কার প্রস্তাব! সরকারিকর্মীদের অবসরের বয়সসীমা কমাতে আলোচনা][ মোদী সরকারের নতুন সংস্কার প্রস্তাব! সরকারিকর্মীদের অবসরের বয়সসীমা কমাতে আলোচনা]

[ইসরোর বড় সাফল্য, মঙ্গলের কক্ষপথে ৫ বছর ধরে সফল প্রদক্ষিণ ভারতের মঙ্গলযানের][ইসরোর বড় সাফল্য, মঙ্গলের কক্ষপথে ৫ বছর ধরে সফল প্রদক্ষিণ ভারতের মঙ্গলযানের]

English summary
China will celebrate 70 years of its Communist Party rule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X